• NEWS PORTAL

  • বুধবার, ১৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

কাল শুরু সাফ অনূর্ধ্ব-২০, বাংলাদেশের মুখোমুখি শ্রীলঙ্কা

প্রকাশিত: ২১:১৪, ১০ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
কাল শুরু সাফ অনূর্ধ্ব-২০, বাংলাদেশের মুখোমুখি শ্রীলঙ্কা

দক্ষিণ এশিয়ার নারীদের বয়সভিত্তিক টুর্নামেন্ট সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ শুরু হবে আগামীকাল। স্বাগতিক বাংলাদেশ ছাড়াও এই আসরে খেলবে নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান। কাল বেলা ৩টায় বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যেকার ম্যাচ দিয়ে শুরু হবে এবারের আয়োজন। 

এবারের আসরটির সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে বসুন্ধরা কিংস অ্যারেনায়। ইতোমধ্যে ভারত আনুষ্ঠানিকভাবে না খেলার বিষয়ে অবহিত করেছে। ভারত সরে যাওয়ায় এবারের টুর্নামেন্টটি হবে ভিন্ন পদ্ধতিতে। যেখানে থাকছে না কোনো নকআউট ম্যাচ। চার দল একে অন্যের সঙ্গে রাউন্ড রবিন লিগ ভিত্তিতে দুই বার করে মুখোমুখি হবে। এরপর শীর্ষ পয়েন্টধারী দল হবে চ্যাম্পিয়ন।

১১ জুলাই বিকাল ৩টায় শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশের অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল। শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়েই নিজেদের যাত্রা শুরু করতে চায় টিম বাংলাদেশ। এরপর ১৩ জুলাই সন্ধ্যা ৭টায় তাদের প্রতিপক্ষ নেপাল। ১৫ জুলাই দুপুর ৩টায় এবং ১৭ জুলাই সন্ধ্যা ৭টায় বাংলাদেশ দু’টি ম্যাচ খেলবে ভুটানের বিপক্ষে। টুর্নামেন্টের শেষ দুটি লিগ ম্যাচ অনুষ্ঠিত হবে ১৯ জুলাই সন্ধ্যা ৭টায় শ্রীলঙ্কার বিরুদ্ধে এবং ২১ জুলাই সন্ধ্যা ৭টায় নেপালের বিরুদ্ধে।

বাংলাদেশ দল:
ফরোয়ার্ড: নবীরণ খাতুন, শ্রীমতি তৃষ্ণা রাণী, মোছাঃ সাগরিকা, উমেরা মারমা, পূজা দাস।

মিডফিল্ডার: কানন রাণী বাহাদুর, স্বপ্না রাণী, ঐশী খাতুন, আয়ন্ত বালা মাহাতো, রুপা আক্তার, বন্যা খাতুন, মুনকি আক্তার, সিনহা জাহান শিখা, শান্তি মার্ডি, নাদিয়া আক্তার।

ডিফেন্ডার: জয়নব বিবি রিতা, আফঈদা খন্দকার, সুরমা জান্নাত, কানম আক্তার, রুমা আক্তার।

গোলকিপার: স্বর্ণা রাণী মন্ডল, মিলি আক্তার ও ফেরদৌসি আক্তার সোনালী।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2