টি-টোয়েন্টি সিরিজ বাঁচাতে একাদশে তিন পরিবর্তন আনলো বাংলাদেশ

টস করছেন লিটন ও আসালাঙ্কা। ছবি- শ্রীলঙ্কা ক্রিকেট
টেস্ট ও ওয়ানডে সিরিজ হারের পর টি-টোয়েন্টি সিরিজও হারের শঙ্কায় বাংলাদেশ। প্রথম ম্যাচে চরম ব্যর্থতার পর আজ দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে লিটন দাসরা। এই ম্যাচে টস জিতেছেন লঙ্কান অধিনায়ক। তবে ফিল্ডিং বেছে নেয়ায় আগে ব্যাটিং করবে বাংলাদেশ।
সিরিজ বাঁচিয়ে রাখতে হলে আজকের ম্যাচে জয়ের বিকল্প নেই। ডাম্বুলায় এই ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কা কোনো পরিবর্তন না আনলেও একাদশে তিন পরিবর্তন এনেছে বাংলাদেশ।
মোহাম্মদ নাঈমের পরিবর্তে দলে এসেছেন জাকের আলী। বোলিং লাইনেও এসেছে পরিবর্তন। তাসকিন আহমেদ ও তানজিম সাকিবকে বসিয়ে কাটার মাস্টার মুস্তাফিজ ও বাঁহাতি পেসার শরিফুল ইসলাম এসেছেন একাদশে।
পাল্লেকেলেতে প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ঝড় তুলতে ব্যর্থ টাইগাররা ৫ উইকেটে ১৫৪ রানের সাদামাটা ইনিংস গড়ে। ১৫৫ রানের টার্গেট শ্রীলংকার জন্য কঠিন কোন বিষয় ছিলো না, যা অনায়াসেই টপকে গেছে স্বাগতিক দল।
বাংলাদেশ একাদশ : তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিশানকা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, আভিস্কা ফার্নান্দো, চারিথ আসালাঙ্কা, দাসুন শানাকা, চামিকা করুণারত্নে, জেফ্রে ভ্যান্ডারসে, মাহেশ থিকসেনা, বিনুরা ফার্নান্দো ও নুয়ান থুসারা।
বিভি/এজেড
মন্তব্য করুন: