ঢাবি ছাত্রদল নেতার উদ্যোগে আন্তঃবাস রুট ফুটসাল টুর্নামেন্ট

সেরা গোলরক্ষক চ্যাম্পিয়ন দলের চমক
ঢাকা বিশ্ববিদ্যালয় জসীমউদদীন হল মাঠে ছাত্রদল নেতার উদ্যোগে আন্তঃবাস রুট ফুটসাল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। জসীমউদ্দীন হল ছাত্রদলের প্রচার সম্পাদক শেখ তানভীর বারী হামিমের প্রতিষ্ঠান কমল মেডিএইড এই টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ছিল।
আন্তঃবাস রুট ফুটসাল টুর্নামেন্ট এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তানভীর বারী হামিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় জীব বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. এনামুল হক। উদ্বোধক ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান, ঢাকা বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষা কেন্দ্রের উপ-পরিচালক মোঃ আজাদ রহমান, জাতীয় দলের ফুটবলার শেখ মুরসালিন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মহিউদ্দিন মোজাহিদ মাহি, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নূর আলম ভুইয়া ইমন।
ফাইনাল খেলায় তরঙ্গকে টাইব্রেকারে পরাজিত করে শিরোপা জিতে নেয় বাস রুট টীম মৈত্রী। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন রানার্সআপ দলের হৃদয়, সেরা গোলরক্ষক হয়েছেন চ্যাম্পিয়ন দলের চমক।
উক্ত টুর্নামেন্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৬টি বাসরুট টিম অংশগ্রহণ করেছিলো। গত ৯ ও ১০ জুলাই গ্রুপপর্বের খেলা সম্পন্ন হয়। টুর্নামেন্টে খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন বাফুফে রেফারি মো. দীপু এবং মো. রফিক।
কমল মেডিএইড, ঢাবি প্রতিষ্ঠাতা তানভীর বারী হামিম জানান, কমল মেডিএইড ঢাবি শিক্ষার্থীদের চিকিৎসা সেবা থেকে মানসিক এবং শারিরীক সুস্থতা নিশ্চিতকরণে কাজ করে যাচ্ছে। এ ধারা অব্যাহত থাকবে।
বিভি/এজেড
মন্তব্য করুন: