স্টার্কের বিধ্বংসী বোলিংয়ে কুপোকাত ওয়েস্ট ইন্ডিজ, ২৭ রানে অলআউট

টেস্ট ইতিহাসে এক অবিশ্বাস্য দিন। ১৪ ওভার তিন বলে মাত্র ২৭ রানে অলআউট হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। জ্যামাইকায় সিরিজের তৃতীয় টেস্টের তৃতীয় দিনে অস্ট্রেলিয়া এই কান্ড ঘটিয়ে ম্যাচ জিতেছে ১৭৬ রানে। সে সঙ্গে সিরিজেও ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করেছে প্যাট কামিন্সরা।
কিংস্টনের স্যাবাইনা পার্কে জয়ের জন্য ২০৪ রানের টার্গেটে ব্যাটিংয়ে নামা ওয়েস্ট ইন্ডিজের ধ্বংসযজ্ঞটা শুরু করেন মিচেল স্টার্ক। ক্যারিয়ারে শততম টেস্ট খেলতে নামা অজি পেসার ইনিংসের প্রথম ওভারেই তিন উইকেট তুলে নেন। স্কোরবোর্ড শূন্য রেখে একে একে ফেরেন জন ক্যাম্পবেল, কেভলন অ্যান্ডারসন ও ব্র্যান্ডন কিং। নিজের তৃতীয় ওভারে মিকাইল লুইস ও শাই হোপকে ফিরিয়ে টেস্ট ক্রিকেটে দ্রুততম পাঁচ উইকেট নেওয়ার রেকর্ডটি গড়ে ফেলেন ৩৫ বছরের অজি বা-হাতি পেসার। সেই পথেই পূর্ন হয় তার ৪০০ টেস্ট উইকেটের মাইলফলক।
স্টার্কের এই বিধ্বংসী বোলিংয়ের পর ইনিংসের ১৩তম ওভারে আরেক পেসার স্কট বোল্যান্ড হ্যাটট্রিক করলে ১৪ ওভার তিন বলে মাত্র ২৭ রানে গুটিয়ে যায় উইন্ডিজ। শেষ উইকেট নিয়ে স্টার্ক টেস্ট ক্যারিয়ারে তার সেরা বোলিং ফিগার দাঁড় করান। ৭ ওভার তিন বলে চার মেইডেন ৯ রান ৬ উইকেট। স্কট ২ রানে নেন তিন উইকেট। অপর উইকেটটি পেসার জস হ্যাজেলউডের। কপাল ভালো ক্যারবিয়ানদের, ১৫তম ওভারের দ্বিতীয় বলে গালিতে স্যাম কনস্টাসের মিস ফিল্ডে একটি রান যোগ হওয়ায় ১৯৫৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের টেস্টে সবচেয়ে কম ২৬ রানে অলআউট হওয়ার লজ্জা এড়াতে পেরেছে উইন্ডিজ। ১৯৯৫ সালে কান্ডটি ঘটিয়েছিলো ইংল্যান্ড।
বিভি/এসজি
মন্তব্য করুন: