হ্যাটট্রিকগার্ল সাগরিকাকে ছাড়াই ভুটানের বিরুদ্ধে খেলবে বাংলাদেশ

বিশ্রামের দিন এমন রিল্যাক্স থাকলেও আজ মাঠে নামা হবে না সাগরিকার। ছবি- বাফুফে
দেশের ফুটবলে সময়টা এখন নারী ফুটবলারদের। সফলতার সুসময়ে দুরন্ত গতিতে ছুটছে তারা। এশিয়ান কাপ বাছাই পর্বে মিয়ানমারে অপরাজিত আফিদারা প্রথমবার নারী এশিয়ান কাপে খেলার গৌরব অর্জন করেছে। সিনিয়রদের পথ ধরে বয়সভিত্তিক পর্যায়েও জয়ের নেশায় উন্মত্ত অনূর্ধ্ব-২০ দলের মেয়েরা। দাপট দেখাচ্ছে সাফে।
সাফ নারী অনূর্ধ্ব-২০ ফুটবলে আজ ভুটানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বসুন্ধরা কিংস অ্যারেনায় বিকাল তিনটায় শুরু হবে ম্যাচটি। চার দলের টুর্নামেন্টে জয়ের ধারায় থাকতে মরিয়া স্বাগতিকরা। প্রথম দুই ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বাংলাদেশ।
বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রথম ম্যাচে শ্রীলংকাকে গোলবন্যায় ভাসায় পিটার বাটলারের শিষ্যরা। পরের ম্যাচে তুলনামুলক ভালো প্রতিপক্ষ নেপালের বিপক্ষেও তুলে নেয় শ্বাসরুদ্ধ জয়। এ ম্যাচে পিছিয়ে পড়েও দারুনভাবে ঘুরে দাঁড়িয়েছিলো নেপাল। উত্তেজনাপুর্ণ ও ঘটনাবহুল ম্যাচে এক ফাউলকে কেন্দ্র করে হাতাহাতিতে জড়ান দু'দলের দুই খেলোয়াড় সাগরিকা ও সিমরান।
লাল কার্ড পেয়ে দুজনেই চলে যান মাঠের বাইরে। যে কারণে ভুটানের বিপক্ষে পরের ম্যাচে খেলতে পারবেন না বাংলাদেশ দলের অন্যতম গোলমেশিন টুর্নামেন্টের প্রথম হ্যাটট্রিকগার্ল সাগরিকা। আগের ম্যাচের ভুলগুলো থেকে ভুটানের বিপক্ষে ম্যাচ নিয়ে সতর্ক বাংলাদেশ দল
নেপালের বিপক্ষে ম্যাচের পরদিন রিকোভারি সেশনে কাটিয়েছে বাংলাদেশ দল। শক্তির বিচারে স্বাগতিকদের চেয়ে দুর্বল ভুটান। তাদের বিপক্ষে জয়ের প্রত্যাশা আফিদাদের। তবে প্রতিপক্ষকে মোটেও হালকাভাবে নিচ্ছেন না দলের ম্যানেজার।
ভুটান প্রথম ম্যাচে নেপালের কাছে হারলেও পরের ম্যাচে জয় পায় শ্রীলংকার বিপক্ষে। চার দলের টুর্নামেন্টে ডাবল লিগে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দল জিতবে শিরোপা।
বিভি/এজেড
মন্তব্য করুন: