• NEWS PORTAL

  • শুক্রবার, ০১ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

সাফ নারী অনূর্ধ্ব-২০ ফুটবল

সন্ধ্যায় অলিখিত ফাইনালে নেপালের মুখোমুখি বাংলাদেশ

প্রকাশিত: ১৮:৪৫, ২১ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
সন্ধ্যায় অলিখিত ফাইনালে নেপালের মুখোমুখি বাংলাদেশ

সাফ নারী অনূর্ধ্ব-২০ ফুটবলে আজ সোমবার (২১ জুলাই) অলিখিত ফাইনালে নেপালের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। বসুন্ধরা কিংস অ্যারেনায় সন্ধ্যা সাতটায় শুরু হবে ম্যাচটি। ফিরতি লেগে ড্র করলেই শিরোপা ধরে রাখার উৎসবে মাতবে স্বাগতিক মেয়েরা। 

টুর্নামেন্টে অপ্রতিরোধ্য আফিদা, সাগরিকারা। দাপটের সাথেই জিতেছে পাঁচ ম্যাচ। চার দলের টুর্নামেন্টে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে স্বাগতিকরা। ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয়তে নেপাল। তবে গোল পার্থক্যে এগিয়ে তারা। ডাবল লিগ পদ্ধতির এই টুর্নামেন্টের শেষ ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে অলিখিত ফাইনাল।

নেপালের বিপক্ষে শিরোপা লড়াইয়ের কঠিন ম্যাচ হলেও তুলনামুলক সহজ হিসাব বাংলাদেশের। এই ম্যাচে ড্র' করলেই চ্যাম্পিয়নশিপ নিশ্চিত হবে লাল-সবুজের মেয়েদের। তবে হেরে গেলেই হতাশ হতে হবে স্বাগতিকদের। তখন বাংলাদেশের সাথে পয়েন্ট সমান হলেও গোল পার্থক্যে এগিয়ে থাকায় শিরোপা জিতবে নেপাল।

লাল কার্ডের নিষেধাজ্ঞা কাটিয়ে এই ম্যাচে ফিরছেন বাংলাদেশের অন্যতম গোল মেশিন সাগরিকা। নেপালের বিপক্ষে প্রথম সাক্ষাতে জিতেছিলো স্বাগতিকরা। সেই ম্যাচেই লাল কার্ড দেখেছিলেন সাগরিকা। 

বিভি/এমআর

মন্তব্য করুন: