পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার হাতছানিতে আজ তৃতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ

ছবি: সংগৃহীত
টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার হাতছানিতে আজ তৃতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। মিরপুর স্টেডিয়ামে সন্ধ্যা ছয়টায় মাঠে গড়াবে ম্যাচটি। ক্রিকেটের এই ভার্সনে ৯ বছরে প্রথমবার পাকিস্তানকে হারিয়ে সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা।
মিরপুরে উড়ছে বাংলাদেশ। প্রথম ম্যাচে জয় দিয়ে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে ৯ বছরের জয় ক্ষরা কেটেছে টাইগারদের। দ্বিতীয় ম্যাচে লিটন দাসরা পেয়েছে উপমহাদেশের ক্রিকেট পরাশক্তির বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বাদ। এবার পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার সুযোগ বাংলাদেশের সামনে।
দুই ম্যাচেই পাকিস্তানের বিপক্ষে ব্যাটে বলে ছড়ি ঘুরিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে লাল-সবুজদের বিপক্ষে নিজেদের সর্বনিম্ন স্কোরে অল আউট হয়েছে পাকিস্তান। সে ম্যাচে পারভেজ ইমনের হাফসেঞ্চুরিতে ২৭ বল হাতে রেখে জয় তুলে নেয় বাংলাদেশ।
দ্বিতীয় ম্যাচে জাকের আলী অনিকের ফিফটি। এবার ১৩৩ রানের পুঁজি নিয়েও পাকিস্তানের ব্যাটসম্যানদের হতাশ করেছেন টাইগার বোলাররা। ফাহিম আশরাফের হাফসেঞ্চুরিতে ম্যাচটা জমে উঠলেও ৮ রানের জয়ে সিরিজ নিশ্চিত হয় বাংলাদেশের।
বিভি/এআই
মন্তব্য করুন: