ওকস্ ঝড়ে শূন্য রানে ২ উইকেট হারিয়েছে ভারত

ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টেস্টের দ্বিতীয় ইনিংসে কোনো রান করার আগেই ২ উইকেট হারিয়েছে ভারত। প্রথম ওভারেই পর পর ২ বলে আউট হয়েছেন ভারতীয় ওপেনার যশস্বী ও সুদর্শন।
শনিবার (২৬ জুলাই) ওল্ড ট্রাফোর্ডে প্রথম ইনিংসে ৬৬৯ রানে অলআউট হয় ব্রিটিশরা। তাতে ভারতের বিপক্ষে লিড দাঁড়ায় ৩১১ রানের। বল হাতে পাঁচ উইকেট শিকার করার পর ১৯৮ বলে ১৪১ রান করেছেন অধিনায়ক বেন স্টোকস।
অন্যদিকে, দ্বিতীয় ইনিংসের ট্রেইল নিয়ে খেলতে নেমে ভারত রানের খাতা খোলার আগেই ২ উইকেট হারায়। ওকস প্রথম ওভার করতে এসে পরপর দুই বলে যশস্বী জয়সওয়াল ও সাই সুদর্শনকে সাজঘরে পাঠিয়েছেন। লাঞ্চের বিরতির আগে ভারত ৩ ওভারে ২ উইকেটে ১ রান সংগ্রহ করেছে।
এর আগে শুক্রবার খেলার তৃতীয় দিনে ৭ উইকেটে ৫৪৪ রান তুলে দিন শেষ করে ইংল্যান্ড।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: