ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ে সিরিজ শুরু পাকিস্তানের

বাংলাদেশে সম্প্রতি টি–টোয়েন্টি সিরিজ হারলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরুটা জয়ে হয়েছে পাকিস্তানের। যুক্তরাষ্ট্রে শাহিন শাহ আফ্রিদি-হারিস রউফদের ফেরার ম্যাচে ক্যারিবিয়ানদের ১৪ রানে হারিয়েছ সালমান আগারা।
বাংলাদেশ সময় শুক্রবার (১ আগস্ট) সকালে ফ্লোরিডার লডারহিলে উইন্ডিজ অধিনায়ক শাই হোপ টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ে পাঠান। পাওয়ারপ্লেতে শুধু সাহিবজাদা ফারহানকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলতে পারেন শামার জোসেফ। এরপর অভিজ্ঞ ফখর জামানের সঙ্গে ৫১ বলে ৮১ রানের জুটি গড়েন আরেক ওপেনার সাইম আইয়ুব। ফখরের ২৪ বলে ২৮, আইয়ুবের ৩৮ বলে ৫৭ রানে পাকিস্তান ৬ উইকেটে ১৭৮ করে উইন্ডিজকে চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দেয়। জোসেফ ৩০ রানে তিন উইকেট নেন।
ব্র্যান্ডন কিং ও শিমরন হেটমায়ারের ইনজুরিতে উইন্ডিজের ইনিংস ওপেন করেন জনসন চার্লস ও অভিষিক্ত উইকেটকিপার-ব্যাটসম্যান জুয়েল অ্যান্ড্রু। উদ্বোধনী জুটিতে তারা ৬৭ বলে ৭২ রান তুলে মোটেও টি-টোয়েন্টির দাবি মেটাতে পারেননি। চার্লসের ৩৬ বলে ও অ্যান্ড্রুর ৩৩ বলে সমান ৩৫ এবং জেসন হোল্ডারের ১২ বলে অপরাজিত ৩০ রানে ৭ উইকেটে ১৬৪-তে থামে ইনিংস। মোহাম্মদ নাওয়াজ ২৩ রানে তিনটি, সাইম ২০ রানে দুটি উইকেট পান। সাইম ২০ রানে দুটি উইকেট পান। একই মাঠে তিন ম্যাচের সিরিজে রকিবার হবে দ্বিতীয় টি-টোয়েন্টি।
বিভি/এসজি
মন্তব্য করুন: