• NEWS PORTAL

  • শনিবার, ০২ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ওভাল টেস্টের প্রথম ইনিংসে ভারতকে ২২৪ রানে গুটিয়ে দিলো ইংল্যান্ড

প্রকাশিত: ১৬:৩৮, ১ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
ওভাল টেস্টের প্রথম ইনিংসে ভারতকে ২২৪ রানে গুটিয়ে দিলো ইংল্যান্ড

ওভালে বাঁচা-মড়ার পঞ্চম টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ২২৪ রানে গুটিয়ে গেছে ভারত। শুক্রবার (১ আগস্ট) দ্বিতীয় দিনের প্রথম সেশনেই সব উইকেট হারায় ভারত। আর এতে গিলদের মোট সংগ্রহ দাঁড়ায় ২২৪ রানে।

টসে হেরে ব্যাট করতে নামা ভারতের হয়ে সর্বোচ্চ ৫৭ রান করেছে করুন নায়ার। এছাড়াও ৩৮ রান তুলেছেন সাই সুদর্শন। 

অন্যদিকে, ইংলিশ বোলার অ্যাটকিনসন নিয়েছেন ৫ উইকেট, জশ টাং নিয়েছেন ৩ উইকেট।

প্রথম দিনে বৃষ্টি বাধা উপেক্ষা করে ব্যাট করতে নামে ভারত। তৃতীয় সেশনে ভারত ৩ উইকেট হারিয়ে সংগ্রহ করে ৯৬ রান। সাই সুদর্শন ৩৪ এবং করুন নায়ার ৩ রানে অপরাজিত রয়েছেন। অন্যদিকে, জয়শোয়ালকে ২ রানে এলবিডব্লিউ করেছেন অ্যাটকিনসন, কেএল রাহুলকে ১৪ রানে বোল্ড করেছেন ক্রিস ওকস্, শুভমান গিলকে ২১ রানে রানআউট করেছেন অ্যাটকিনসন। দিন শেষে ভারতের মোট সংগ্রহ দাড়ায় ৬ উইকেটে ২০৪ রানে।

ভারত প্রথম একাদশ: শুভমান গিল (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, করুণ নায়ার, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল, ওয়াশিংটন সুন্দর, আকাশ দীপ, প্রসিদ্ধ কৃষ্ণ, মহম্মদ সিরাজ। 

ইংল্যান্ড প্রথম একাদশ: অলি পোপ (অধিনায়ক), বেন ডাকেট, জ্যাক ক্রলি, জো রুট, হ্যারি ব্রুক, জেকব বেথেল, জেমি স্মিথ, ক্রিস ওকস, গাস অ্যাটকিনসন, জেমি অভারটন, জশ টাং।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: