বড় জয়ে প্রাক-মৌসুম প্রস্তুতি পর্ব শেষ করলো রিয়াল মাদ্রিদ

বড় জয়ে প্রাক-মৌসুম প্রস্তুতি পর্ব শেষ করেছে রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার অস্ট্রিয়ায় স্বাগতিক ক্লাব ডব্লিউএসজি টিরোলের বিপক্ষে স্প্যানিশ জায়ান্টদের জয় ৪-০ ব্যবধানে। রিয়ালের গৌরবের ১০ নম্বর জার্সিতে কিলিয়ান এমবাপ্পে জোড়া গোলের পাশাপাশি একটি অ্যাসিস্ট করেন।
ফুটবলের সবকিছুতে টিরোলের চেয়ে যোজন যোজন এগিয়ে থেকে প্রীতি ম্যাচটি খেলতে নামে রিয়াল। দশম মিনিটে ব্রাহিম দিয়াসের ক্রসে সফল হেড দিয়ে দলকে এগিয়ে নেন এদের মিলিতাও। হাঁটুর গুরুতর চোটে লম্বা সময় বাইরে থাকা ব্রাজিলিয়ান ডিফেন্ডার ২০২৪ সালের নভেম্বরের পর প্রথমবার রিয়ালের শুরুর একাদশে খেললেন।
ত্রয়োদশ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপে। ক্ষিপ্রতায় বক্সে ঢুকে আর্দা গিলেরের থ্রু বল ডান পায়ে নিয়ন্ত্রণে নিয়ে বাঁ-পায়ে জালে পাঠান। ৫৯ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন ২৬ বছরের ফরাসি তারকা। অহেলিয়া চুয়ামেনির থ্রু বল ধরে বক্সে ঢুকে আগুয়ান গোলরক্ষককে কাটিয়ে ঠিকানা খুঁজে নেন। দুই মিনিট পর ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়রকে তুলে রদ্রিগোকে নামান রিয়াল কোচ জাভি আলোন্সো।
৮১ মিনিটে এমবাপের পাসে কাছ থেকে স্বাগতিকদের কফিনে চতুর্থ পেরেক ঠুকে দেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার। আগামী শুক্রবার মাঠে গড়াবে লা লিগার নতুন মৌসুম। মঙ্গলবার ওসাসুনার বিপক্ষে ম্যাচ দিয়ে লিগ শিরোপা পুনরুদ্ধারের অভিযান শুরু করবে রিয়াল।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: