• NEWS PORTAL

  • বুধবার, ১৩ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

এএফসি চ্যালেঞ্জ লিগের চূড়ান্ত পর্বে বসুন্ধরা কিংস

প্রকাশিত: ১১:১৭, ১৩ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
এএফসি চ্যালেঞ্জ লিগের চূড়ান্ত পর্বে বসুন্ধরা কিংস

প্লে-অফ ম্যাচে সিরিয়ার ক্লাব আল কারামাহকে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে বসুন্ধরা কিংস। মঙ্গলবার কাতারের দোহায় নাইজেরিয়ান ফরোয়ার্ড ইমানুয়েল সানডের একমাত্র গোলে জয় পায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্লাবটি।

দোহার সুহাইম বিন হামাদ স্টেডিয়ামে ম্যাচের সপ্তম মিনিটে এগিয়ে যায় কিংস। কর্নার থেকে উড়ে আসা বল আল কারামাহর ডি-বক্সে পেয়ে জটলার ভেতর থেকে কোনাকুনি শটে জাল খুঁজে নেন ইমানুয়েল সানডে। গোল হজমের পর কিছুটা তেড়েফুঁড়ে আক্রমণ করা সিরিয়ার ক্লাবটি প্রথমার্ধে কিংসের জমাট রক্ষণ ভাঙতে পারেনি। কিংসও ব্যবধান দ্বিগুণ করার ভালো কয়েকটা সুযোগ পেয়ে কাজে লাগাতে পারেনি। ৩৪ মিনিটে ডান প্রান্ত ধরে এগিয়ে আসা রাকিব হোসেনের ক্রস কোনোমতে আটকান আল কারামাহর এক ডিফেন্ডার। ৪২ মিনিটে গোলকিপারকে একা পেয়েও লক্ষ্যভেদ করতে পারেননি কিংসের রাফায়েল অগুস্তো।

দ্বিতীয়ার্ধে গোল শোধ দিতে মরিয়া হয়ে ওঠে আল কারামাহ। বিশেষ করে ম্যাচের শেষদিকে একের পর এক আক্রমণ করে যায়। গোলরক্ষক মেহেদী হাসানের দৃঢ়তায় শেষ পর্যন্ত কাঙ্খিত গোলের দেখা পায়নি আল কারামাহ।

আগামী ২৫ অক্টোবর থেকে আগামী বছরের ৯ মে পর্যন্ত টুর্নামেন্টের মূল পর্ব চলবে। ২০টি দল অংশ নেবে। চ্যালেঞ্জ লিগের গত আসরে অংশ নেওয়া কিংস গ্রুপ পর্বে তিন ম্যাচ খেলে একটিও জিততে পারেনি। 

বিভি/পিএইচ

মন্তব্য করুন: