• NEWS PORTAL

  • বুধবার, ১৩ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

আবারও ওয়ানডে র‌্যাংকিংয়ের দশম স্থানে বাংলাদেশ

প্রকাশিত: ২২:২৯, ১১ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
আবারও ওয়ানডে র‌্যাংকিংয়ের দশম স্থানে বাংলাদেশ

আবারও আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ের দশম স্থানে নেমে গেল বাংলাদেশ ক্রিকেট দল। ২০০৬ সালের অক্টোবরের পর ২০২৫ সালের মে মাসে দশম স্থানে নামে বাংলাদেশ। মাঝে দেড় যুগ ওয়ানডে র‌্যাংকিংয়ের নবম বা উপরের দিকে ছিল টাইগাররা।

গত মাসে শ্রীলংকার বিপক্ষে একটি ওয়ানডে জয়ের পর নবম স্থান ফিরে পেয়েছিল বাংলাদেশ। কিন্তু অল্প কিছুদিনের ব্যবধানে আবারও দশম স্থানে নেমে গেল তারা। ৭৭ রেটিং নিয়ে দশম স্থানে আছে টাইগাররা। 

বাংলাদেশ দশম স্থানে নেমে যাওয়ায় নয় নম্বরে উঠেছে ওয়েস্ট ইন্ডিজ। ৭৮ রেটিং আছে তাদের। বাংলাদেশের পাশাপাশি র‌্যাংকিংয়ে অবনতি হয়েছে পাকিস্তানের। চতুর্থ থেকে পঞ্চম স্থানে নেমে গেছে তারা। 

১০৩ রেটিং নিয়ে চতুর্থ স্থানে উঠেছে শ্রীলংকা। পাকিস্তানের রেটিং ১০২। ১২৪ রেটিং নিয়ে র‌্যাংকিংয়ের শীর্ষে আছে ভারত। দ্বিতীয় স্থানে আছে নিউজিল্যান্ড। তাদের রেটিং ১০৯।

ষষ্ঠ থেকে অষ্টম স্থানে আছে যথাক্রমে- দক্ষিণ আফ্রিকা (৯৬), আফগানিস্তান (৯১) ও ইংল্যান্ড (৮৮)। 

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত করতে র‌্যাংকিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ১৪ দলের বিশ্বকাপে স্বাগতিক দেশ হিসেবে সরাসরি খেলবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে। বাকি ১২ দলের মধ্যে র‌্যাংকিংয়ের সেরা আট দল সরাসরি বিশ্বকাপে খেলবে। বিশ্বকাপের টিকিট পেতে হলে বাকী চার দলকে বাছাই পর্বের বাঁধা পেরুতে হবে। বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিতে হলে ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত বাংলাদেশকে র‌্যাংকিংয়ে সেরা আটের মধ্যে থাকতে হবে।

বিভি/এজেড

মন্তব্য করুন: