• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

দ্বিতীয় ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে টাইগাররা, লক্ষ্য সিরিজ জয়

প্রকাশিত: ১৮:০০, ১ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
দ্বিতীয় ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে টাইগাররা, লক্ষ্য সিরিজ জয়

সিলেটে অনুষ্ঠিত নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টির দ্বিতীয় ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টাইগাররা। সোমবার (১ সেপ্টেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক লিটন দাস।

এর আগে, তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত সূচনা করে বাংলাদেশ। শনিবার (৩০ আগস্ট) প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে ৩৯ বল হাতে রেখে ৮ উইকেটের বড় ব্যবধানে হারায় স্বাগতিক টাইগাররা। আজ দ্বিতীয় ম্যাচে জিতলেই সিরিজ নিশ্চিত হবে লিটন দাসদের।

বাংলাদেশ একাদশে যারা: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী, মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান।

নেদারল্যান্ডস একাদশে যারা: ম্যাকওয়েল ও’দাউদ, ভিক্রমজিৎ সিং, অনিল তেজা নিদামানুরু, স্কট অ্যাডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটরক্ষক), শারিজ আহমদ, নোয়াহ ক্রোয়েস, সিকান্দার জুলফিকার, কাইল ক্লেইন, আরিয়ান দত্ত, পল ফন মিকেরেন ও দানিয়েল দোরাম।

 

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2