• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

নারী বিশ্বকাপে পুরুষের চেয়ে বেশি প্রাইজমানির ঘোষণা

প্রকাশিত: ২১:১১, ১ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
নারী বিশ্বকাপে পুরুষের চেয়ে বেশি প্রাইজমানির ঘোষণা

ছবি: সংগৃহীত

বিশ্বকাপে নারী ক্রিকেটারদের জন্য রেকর্ড পরিমাণ প্রাইজমানির ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি। এমনকি পুরুষদের থেকে বেশি অর্থ পাবেন নারীরা।

সোমবার (১ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইসিসি।

৩০ সেপ্টেম্বর ভারতে শুরু হবে ১৩তম নারী ক্রিকেট বিশ্বকাপ। এবারের আসরটি যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে ভারত ও শ্রীলংকা। পুরস্কারের সর্বমোট মূল্য প্রায় ১৭০ কোটি টাকা নির্ধারণ করেছে আইসিসি। গত আসরে যা ছিলো ৪২ কোটি টাকা।

অপরদিকে, ২০২৩ সালের বিশ্বকাপে পুরুষ খেলোয়াড়দের জন্য সর্বমোট ১৪২ কোটি টাকার পুরস্কার দিয়েছিলো ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। নারী বিশ্বকাপের এই আসরের চ্যাম্পিয়ন দল পাবে ২৭ কোটি টাকা।

এবারের নারী বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা। বাংলাদেশ দলের প্রথম ম্যাচ ২ অক্টোবর, পাকিস্তানের বিপক্ষে কলম্বোয়।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2