• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

সহজ লক্ষ্য, জিতলেই সিরিজ টাইগারদের

প্রকাশিত: ২০:৩৯, ১ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
সহজ লক্ষ্য, জিতলেই সিরিজ টাইগারদের

সিলেটে অনুষ্ঠিত নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টির দ্বিতীয় ম্যাচে মাত্র ১০৩ রানে গুটিয়ে যায় সফরকারীরা। সোমবার (১ সেপ্টেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক লিটন দাস।

শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৯ ওভাবে ১ উইকেট হারিয়েছে ৬৬ রান। এর আগে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১৭ ওভার ১ বলে ১০৩ রান সংগ্রহ করে সব উইকেট হারায় নেদারল্যান্ডস। এখন সহজ লক্ষ্যে সিরিজ জয়ের পথে ব্যাট করছে টাইগাররা।

এর আগে, তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত সূচনা করে বাংলাদেশ। শনিবার (৩০ আগস্ট) প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে ৩৯ বল হাতে রেখে ৮ উইকেটের বড় ব্যবধানে হারায় স্বাগতিক টাইগাররা। আজ দ্বিতীয় ম্যাচে জিতলেই সিরিজ নিশ্চিত হবে লিটন দাসদের।

বাংলাদেশ একাদশে যারা: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী, মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান।

নেদারল্যান্ডস একাদশে যারা: ম্যাকওয়েল ও’দাউদ, ভিক্রমজিৎ সিং, অনিল তেজা নিদামানুরু, স্কট অ্যাডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটরক্ষক), শারিজ আহমদ, নোয়াহ ক্রোয়েস, সিকান্দার জুলফিকার, কাইল ক্লেইন, আরিয়ান দত্ত, পল ফন মিকেরেন ও দানিয়েল দোরাম।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2