নেদারল্যান্ডসের বিপক্ষে হেসে-খেলে সিরিজ জিতলো টাইগাররা

সফরকারী নেদারল্যান্ডসের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথম দুটিতেই জয়ী হয়ে সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা। শনিবার (৩০ আগস্ট) সিলেটে অনুষ্ঠিত প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে ৩৯ বল হাতে রেখে ৮ উইকেটের বড় ব্যবধানে হারায় স্বাগতিকরা। সোমবার (১ সেপ্টেম্বর) দ্বিতীয় ম্যাচে ১০৪ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৩ ওভার ১ বলে ১ উইকেট হারিয়ে ১০৪ রান সংগ্রহ করে সহজ জয় পায় লিটন দাসের নেতৃত্বধীন দল। তিন ম্যাচ সিরিজের প্রথম দুটিতেই জয় লাভ করার ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ জতল বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহ করেছেন তানজিদ তামিম (৪০ বলে ৫৪ রান)।
সিলেটে অনুষ্ঠিত নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টির দ্বিতীয় ম্যাচে মাত্র ১০৩ রানে গুটিয়ে যায় সফরকারীরা। সোমবার (১ সেপ্টেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক লিটন দাস।
শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৯ ওভাবে ১ উইকেট হারিয়েছে ৬৬ রান। এর আগে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১৭ ওভার ১ বলে ১০৩ রান সংগ্রহ করে সব উইকেট হারায় নেদারল্যান্ডস। এখন সহজ লক্ষ্যে সিরিজ জয়ের পথে ব্যাট করছে টাইগাররা।
এর আগে, তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত সূচনা করে বাংলাদেশ। শনিবার (৩০ আগস্ট) প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে ৩৯ বল হাতে রেখে ৮ উইকেটের বড় ব্যবধানে হারায় স্বাগতিক টাইগাররা। আজ দ্বিতীয় ম্যাচে জিতে সিরিজ নিশ্চিত হলো লিটন দাসদের।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: