• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

১৪ বছর পর শীর্ষে স্পেন, অবনতি আর্জেন্টিনার, ব্রাজিল কোথায়?

প্রকাশিত: ১৯:১৯, ১৮ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
১৪ বছর পর শীর্ষে স্পেন, অবনতি আর্জেন্টিনার, ব্রাজিল কোথায়?

২০২১ সালের কোপা আমেরিকা জয়ে শুরু হয়েছিল আর্জেন্টিনার শিরোপা জয়ের ধারাবাহিকতা। এরপর তারা জেতে ২০২২ সালের ফিনালিসিমা, ফুটবল বিশ্বকাপ এবং ২০২৪ সালের কোপা আমেরিকা। এই সাফল্যের পর দীর্ঘ আড়াই বছর র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকার পর অবশেষে সিংহাসন হারাল লিওনেল স্কালোনির দল।

১৮ সেপ্টেম্বর ফিফা প্রকাশ করেছে নতুন র‍্যাঙ্কিং। এতে দুই ধাপ পিছিয়ে এখন তিনে নেমেছে আর্জেন্টিনা। অবনতি হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলেরও—তারা এক ধাপ পিছিয়ে এখন ছয়ে। দুই দলই বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে হেরেছে।

১০ সেপ্টেম্বর ইকুয়েডরের কাছে ১-০ গোলে আর্জেন্টিনার হারের পর পয়েন্ট কমেছে। ব্রাজিলও একই দিন বলিভিয়ার কাছে হারায় কমে যায় পয়েন্ট।

আর্জেন্টিনার হারানো সিংহাসন দখল করেছে স্পেন। ১১ বছর পর আবারও শীর্ষে ফিরল স্প্যানিশরা—সর্বশেষ তারা শীর্ষে ছিল ২০১৪ সালে।  দ্বিতীয় স্থানে আছে ফ্রান্স।

নতুন র‍্যাঙ্কিংয়ে সর্বোচ্চ অগ্রগতি করেছে স্লোভাকিয়া। ১০ ধাপ এগিয়ে তারা এখন ৪২ নম্বরে। বাংলাদেশ আগের মতোই ১৮৪ নম্বরে আছে। ০.২৩ বেড়ে জামালদের পয়েন্ট ৮৯৯.২৪। জামাল ভূঁইয়ারা সর্বশেষ খেলেছে ৬ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে, ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল।

বাংলাদেশের পরবর্তী ম্যাচ ৯ অক্টোবর হংকংয়ের বিপক্ষে ঘরের মাঠে। এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে চার দলের মধ্যে বাংলাদেশ ১ পয়েন্ট নিয়ে আছে ৩ নম্বরে। সিঙ্গাপুর ও হংকং ৪ পয়েন্ট নিয়ে শীর্ষ দুইয়ে, ভারত চারে। ফিফা পরবর্তী র‍্যাঙ্কিং হালনাগাদ করবে আগামী ২৩ অক্টোবর।

বিভি/এজেড

মন্তব্য করুন: