এশিয়া কাপে আমিরাতকে হারিয়ে সুপার ফোরে ভারতের সঙ্গী পাকিস্তান

ছবি: সংগৃহীত
ম্যাচ বয়কটের হুমকি থেকে সরে এসে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেললো পাকিস্তান। দুবাইয়ে বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে স্বাগতিকদের ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে চির প্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গী হয়েছে সালমান আগার নেতৃত্বাধীন দলটি।
দুবাইয়ে গত রবিবার ভারত-পাকিস্তান ম্যাচ শেষে ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানের খেলোয়াড়দের সাথে হাত মেলাননি। এরপরই হ্যান্ডশেক বিতর্কের জেরে পরিস্থিতি ঘোলাটে হতে থাকে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ‘বিসিসিআই’য়ের প্ররোচনায় ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট পরিস্থিতি সামলানোর বদলে উল্টো উত্তেজনা বাড়িয়েছেন। এমন অভিযোগ আনে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
পাইক্রফটকে এশিয়া কাপ থেকে বহিষ্কার না করলে ম্যাচ বয়কটের হুমকি দেয় পিসিবি। তবে আইসিসি সাফ জানিয়ে দেয়, পাইক্রফটকে সরানো হবে না। এমন পরিস্থিতিতে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় ম্যাচ শুরুর নির্ধারিত সময় এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়। পাইক্রফটের ক্ষমা চাওয়ায় অবশেষে কেটে যায় শঙ্কা। মাঠে গড়ায় ম্যাচটি। টস হেরে ব্যাটিং পাওয়া পাকিস্তান ৯ উইকেটে ১৪৬ রান করে। ফখর জামান ৩৬ বলে সর্বোচ্চ ৫০ রান করেন। আমিরাতের পক্ষে জুনায়িদ সিদ্দিক ১৮ রানে চারটি, সিমরানজিৎ সিং ২৬ রানে তিনটি উইকেট নেন।
জবাবে ১৭ ওভার চার বলে ১০৫ রানে গুটিয়ে যায় স্বাগতিক ইনিংস। রাহুল চোপড়া দলের পক্ষে ৩৫ বলে সর্বোচ্চ ৩৫ রান করেন। পাকিস্তানের পক্ষে শাহিন শাহ আফ্রিদি হারিস রউফ ও আবরার আহমেদ দুটি করে উইকেট নেন।
বিভি/এআই
মন্তব্য করুন: