এশিয়া কাপের সুপার ফোরে উঠতে বাংলাদেশের সামনে যে সমীকরণ

ছবি: সংগৃহীত
বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। কোন দুই দল এশিয়া কাপের সুপার ফোরে উঠবে তার মীমাংসা হবে আজ। সেজন্য ‘এ’ গ্রুপে শ্রীলংকা-আফগানিস্তান শেষ ম্যাচের ফল পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে তিন দলকে। আবুধাবিতে আজ (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটায় মাঠে গড়াবে ম্যাচটি।
গ্রুপে বাংলাদেশ ও হংকংকে হারিয়ে সবচেয়ে সুবিধাজনক অবস্থায় শ্রীলঙ্কা। চার দলের লড়াইয়ে বাংলাদেশ শ্রীলঙ্কার কাছে হারের আগে হংকংকে, পরে আফগানিস্তানকে হারিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে। উদ্বোধনী ম্যাচে হংকংকে হারানো আফগানদের অবস্থান তৃতীয়তে।
আজ গ্রুপের শেষ ম্যাচে শ্রীলঙ্কা জিতলে আফগানদের টপকে বাংলাদেশ লঙ্কানদের পেছনে থেকে সুপার ফোরে উঠবে। আর আফগানিস্তান জিতে গেলে তিন ম্যাচে তিন দলের পয়েন্ট হবে সমান ৪ করে। নেট রানরেটের হিসেবে শ্রীলঙ্কা ও বাংলাদেশের চেয়ে এগিয়ে থাকা আফগানরাই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার ফোরে উঠকে। তখন শ্রীলঙ্কা ও বাংলাদেশকে আলাদা করা হবে নেট রান রেটের ভিত্তিতে। আফগানদের নেট রানরেট প্লাস দুই দশমিক এক-পাঁচ-শূন্য। শ্রীলংকার প্লাস এক দশমিক পাঁচ-চার-ছয় আর বাংলাদেশের মাইনাস শূন্য দশমিক দুই-সাত-শূন্য।
শেষ ম্যাচে আফগানিস্তান আগে ব্যাট করে ২০০ করলে, রান তাড়ায় ১২৮ করতে পারলেই সুপার ফোরের ভাগ্য খুলবে লঙ্কানদের। আফগানরা ১৫০ করলে শ্রীলঙ্কার ৮৪ করলেই চলবে। শ্রীলঙ্কা আগে ব্যাট করলে বাংলাদেশকে সুপার ফোরে তুলতে আফগানদের জিততে হবে ১১ থেকে ১২ ওভারে মধ্যে।
বিভি/এআই
মন্তব্য করুন: