মায়ামির হয়ে জোড়া গোল করলেন মেসি

ইন্টার মায়ামির জার্সিতে আবারও জ্বলে উঠলেন লিওনেল মেসি। ৩৮ বছরের আর্জেন্টাইন ফুটবল মহাতারকা করলেন জোড়া গোল। অবদান রাখলেন দলের প্রথম গোলে। মায়ামিও যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে রবিবার (২১ সেপ্টেম্বর) ডিসি ইউনাইটেডের বিপক্ষে ৩-২ ব্যবধানে জয়োৎসব করেছে।
ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে বৃষ্টিভেজা ম্যাচে শুরু থেকেই দাপট দেখায় মায়ামি। ৩৫ মিনিটে মেসির নিখুঁত থ্রু-পাস থেকে গোল করেন টাদেও আলেন্দে। তবে, ৫২ মিনিটে ডিসি ইউনাইটেডের ক্রিশ্চিয়ান বেন্টেকে হেডে সমতা ফেরান। ৬৬ মিনিটে জর্দি আলবার পাস থেকে মেসি দলকে এগিয়ে নেন। ৭২ মিনিটে পেনাল্টি পায় মায়ামি। আর্জেন্টিনার তরুণ ফরোয়ার্ড মাতেও সিলভেত্তির শট ক্রসবারে প্রতিহত হয়। ৮৫ মিনিটে মেসি বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শটে ব্যবধান ৩-১ করেন।
এ মৌসুমে সপ্তমবারের মতো জোড়া গোল করলেন মায়ামির অধিনায়ক। ২২ ম্যাচে ২২ গোল করে ন্যাশভিলের ইংলিশ স্ট্রাইকার স্যাম সারিজের ২১ গোল টপকে গোলদাতাদের শীর্ষেও উঠলেন মেসি। যোগ করা সময়ের সপ্তম মিনিটে ডিসির জেকব মারেল একটি গোল শোধ দিয়ে হারের ব্যবধান কমান।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: