বাঁচা-মরার লড়াইয়ে ১৩৩ রানে আটকে গেলো শ্রীলঙ্কা

এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে ১৩৩ রান করেছে শ্রীলঙ্কা। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) আবুধাবিতে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় এই খেলা শুরু হয়। টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই পাকিস্তানি বোলারদের তোপের মুখে পড়ে লঙ্কানরা।
প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিস ৪৪ বলে করেন সর্বোচ্চ ৫০ রান। ৮০ রানে ৬ষ্ঠ উইকেট পড়ার পর দুষ্মন্তে চামিরার সঙ্গে ৪৩ রানের জুটি গড়ে শ্রীলঙ্কার স্কোরকে ১২০ পার করে দেন কামিন্দু। ১২৩ রানের মাথায় তিনি আউট হলে রানের গতি কিছুটা কমে। তবে দুষ্মন্তে চামিরা অপরাজিত ১৭ রান করে লঙ্কানদের স্কোর শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৩৩ রানে নিয়ে যান।
পাকিস্তানি বোলারদের মধ্যে শাহিন শাহ আফ্রিদি ২৮ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। ২টি করে উইকেট পেয়েছেন হারিস রউফ এবং হুসাইন তালাত।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: