লঙ্কানদের হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে টিকে থাকলো পাকিস্তান

এশিয়া কাপের সুপার ফোর পর্বের বাঁচা-মরার লড়াইয়ে জিতেছে পাকিস্তান। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৩৩ রান করে শ্রীলঙ্কা। ১৩৪ রানের টার্গেটে খেলতে নেমে ১২ বল হাতে রেখে ৫ উইকেটে জয়লাভ করে আঘা খানের দল।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) আবুধাবিতে টস জিতে বোলিং নেয় পাকিস্তান। দ্বিতীয় বলেই তুলে নেয় শ্রীলঙ্কার উইকেট। ওই ধারা আর থামেনি। শেষ ওভার পর্যন্ত নিয়মিত উইকেট হারিয়েছে এশিয়া কাপের গত আসরের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। কুশল মেন্ডিস শূন্য করে ফেরার পর পাথুম নিশাঙ্কা ৮ রান করে সাজঘরে ফিরে যান। তিনে নামা কুশল পেরেরা (১৫) সেট হয়ে সাজঘরে ফেরেন। অধিনায়ক চারিথা আশালঙ্কার ইনিংসও বড় হয়নি। তিনি ২০ রান করে ফিরে যান। পাঁচে নামা কামিন্দু মেন্ডিস এক প্রান্তে লড়াই করে ১৯ ওভার পর্যন্ত ক্রিজে ছিলেন। তিনি ৪৪ বলে ৫০ রান করে আউট হন। তিনটি চার ও দুটি ছক্কা মারেন। শেষটায় ওয়ানিন্দু হাসারাঙ্গা ১৫ ও পেসার চামিকা করুনারত্নে ১৭ রানের ইনিংস খেলেন। পাকিস্তানের হয়ে শাহিন আফ্রিদি ৪ ওভারে ২৮ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। হ্যারিস রউফ ৪ ওভারে ৩৭ ও হুসেইন তালাত ৩ ওভারে ১৮ রান দিয়ে ২ উইকেট নেন।
অপরদিকে, দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সর্বোচ্চ ৩৮ রান করে মোহাম্মদ নওয়াজ। ৩২ রান এবং ১৮ রান দিয়ে ২ উইকেট নেওয়া প্লেয়ার অব দ্যা ম্যাচ হয়েছে হুসেইন তালাত।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: