টস হারলো পাকিস্তান, ফিল্ডিংয়ে ভারত, আজও হয়নি হ্যান্ডশেক

এশিয়া কাপের সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি ভারত-পাকিস্তান। এদিন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। তবে আগের ম্যাচের মতো আজও হাত মেলাননি দুই অধিনায়ক।
রবিবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে এ দু’দল।
আসরের প্রথম রাউন্ডে পাকিস্তানকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সুপার ফোর নিশ্চিত করে সুর্যকুমার যাদবের দল। আগের পর্বে টস ও ম্যাচ শেষে ভারতীয় খেলোয়াড়রা পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত না মেলানোয় আইসিসির কাছে অভিযোগও গিয়েছিল।
সেই রেশ কাটতে না কাটতেই পুরস্কার মঞ্চ নিয়েও নতুন বিতর্ক—পিটিআই জানিয়েছে, ভারত চ্যাম্পিয়ন হলে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভির হাত থেকে ট্রফি নেবেন না ‘মেন ইন ব্লু’রা।
বিভি/এজেড
মন্তব্য করুন: