• NEWS PORTAL

  • বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫

ব্যালন ডি’অর জিতে দেম্বেলে কাঁদলেন, আর লিখলেন আলহামদুলিল্লাহ

প্রকাশিত: ১৬:২০, ২৩ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৬:২১, ২৩ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
ব্যালন ডি’অর জিতে দেম্বেলে কাঁদলেন, আর লিখলেন আলহামদুলিল্লাহ

চ্যাম্পিয়ন্স লিগে পিএসজিকে ইতিহাসগড়া শিরোপা এনে দেওয়ার নায়ক ওসমান দেম্বেলে। চেহারা দেখে কঠিন মানুষ মনে হলেও ভিতরে তিনি কোমল এক মানুষ। তারই প্রকাশ ঘটলো ব্যালন ডি’অর ট্রফি গ্রহণের সময়। আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়লেন এই ফরাসি তারকা। 

ব্যালন ডি’অর ট্রফি জিতে নিজের সামাজিক মাধ্যমে মহান রাব্বুল আলআমিনের নিকট কৃতজ্ঞতা পোষণ করে কান্নারত দুটি ছবি পোস্ট করেছেন। আর সেটার ক্যাপশনে তিনবার আলহামদুলিল্লাহ লিখেছেন।

মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে ওসমান দেম্বেলে লিখেছেন, Alhamdulillah! Alhamdulillah! Alhamdulillah! সাথে যোগ করে দিয়েছেন তিনটি আবেগী ইমোজি???।

এই পোস্টে প্রায় দুই লাখ ভক্ত প্রতিক্রিয়া দেখিয়েছেন। প্রায় দশ হাজার মানুষ মন্তব্য করেছেন। এর আগে পুরস্কার ঘোষণা হলে মঞ্চে উঠে নিজের মাকে ডেকে নেন ওসমান। কান্নামাখা কণ্ঠে আবেগঘন পরিবেশে ব্যালন ডি’অর গ্রহণ করেন তিনি।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2