• NEWS PORTAL

  • রবিবার, ০৫ অক্টোবর ২০২৫

প্রত্যেকটা ম্যান অব দ্য ম্যাচের অর্থ দান করার ঘোষণা শরিফুলের

প্রকাশিত: ১৮:৩৪, ৪ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
প্রত্যেকটা ম্যান অব দ্য ম্যাচের অর্থ দান করার ঘোষণা শরিফুলের

ধীরে ধীরে যত বড় হচ্ছেন, ততই যেন ততই বিনয়ী হচ্ছেন বাংলাদেশের তরুণ পেসার শরিফুল ইসলাম। মাঠে প্রতিপক্ষকে বোলিংয়ে ভোগানোর পাশাপাশি মাঠের বাইরে সবসময় পাশে থাকেন সতীর্থ, জুনিয়র ক্রিকেটার কিংবা নিজের এলাকার মানুষদের পাশে। এবার তিনি নিলেন এক প্রশংসনীয় উদ্যোগ। ঘোষণা দিলেন এক মানবিক কাজের।

শুক্রবার রাতে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি–টোয়েন্টিতে দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচসেরা হয়েছেন শরিফুল ইসলাম। পুরস্কার হিসেবে পাওয়া সেই অর্থ তিনি দান করবেন নিজের জেলা পঞ্চগড়ের অসহায় মানুষদের জন্য। শুধু তাই নয়, ভবিষ্যতে যতবার ‘ম্যান অব দ্য ম্যাচ’ হবেন, প্রতিবারই সেই অর্থ একই উদ্দেশ্যে ব্যয় করবেন বলে ঘোষণা দিয়েছেন এই তরুণ পেসার।

শনিবার (৪ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে শরিফুল লেখেন, “আলহামদুলিল্লাহ, ১ ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়। দলের দারুণ প্রচেষ্টা, সবাইকে অভিনন্দন। আজ থেকে আমি একটা ছোট উদ্যোগ নিচ্ছি—আমি আন্তর্জাতিক ও ঘরোয়া ম্যাচে যতবার ম্যান অব দ্য ম্যাচ হবো, প্রতিবারই সেই পুরস্কারের অর্থ আমার এলাকার অসহায় মানুষদের মাঝে সহযোগিতা হিসেবে বিতরণ করবো ইনশাআল্লাহ। দোয়া করবেন যেন আল্লাহ আমাকে এই কাজটা নিয়মিতভাবে করার তৌফিক দেন।”

শুক্রবার সিরিজের দ্বিতীয় ম্যাচে বল হাতে ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে একটি উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে ৬ বলে অপরাজিত ১১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন শরিফুল। তার এই পারফরম্যান্সে বাংলাদেশ পাঁচ বল হাতে রেখে দুই উইকেটে জয় পায় এবং সিরিজ নিশ্চিত করে।

মাঠে সাফল্যের সঙ্গে সমাজের জন্য এমন উদ্যোগে শরিফুল ইসলাম হয়ে উঠছেন বাংলাদেশের ক্রিকেটের নতুন প্রজন্মের অনুপ্রেরণার প্রতীক।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2