• NEWS PORTAL

  • রবিবার, ০৫ অক্টোবর ২০২৫

সুযোগ পেয়েও আফগানিস্তান সিরিজে খেলা হচ্ছে না সৌম্য’র

প্রকাশিত: ১৯:০১, ৪ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
সুযোগ পেয়েও আফগানিস্তান সিরিজে খেলা হচ্ছে না সৌম্য’র

ছবি: সৌম্য সরকার

বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাস এশিয়া কাপের মাঝপথে পাঁজরের চোটে পড়েন। ফলে টুর্নামেন্টের শেষ দুটি ম্যাচে তিনি ছিলেন না। এরপর আফগানিস্তানের বিপক্ষে চলমান সিরিজ থেকেও ছিটকে পড়ায় দেশে ফিরে আসেন লিটন। তার জায়গায় টি-টোয়েন্টি দলে ডাক পান সৌম্য সরকার। কিন্তু ভিসা জটিলতায় এখনও দেশে আটকে থাকা এই ক্রিকেটারের আর সিরিজটিতে খেলা হচ্ছে না।

 বিসিবির একটি সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, ভিসা না পাওয়ায় সৌম্যের আর (সংযুক্ত আরব আমিরাতে) যাওয়া হচ্ছে না। আগামীকাল (রবিবার) শেষ টি-টোয়েন্টির আগে যোগ দিতে না পারায় এই সিরিজে খেলা হচ্ছে না তার। টি-টোয়েন্টি সিরিজ শেষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ ও আফগানিস্তান। তবে ওয়ানডের স্কোয়াডে নেই সৌম্য।

 ২৫ সেপ্টেম্বর এশিয়া কাপে বাংলাদেশের যাত্রা শেষ হয়। এর এক সপ্তাহ বাদে (২ অক্টোবর থেকে) আমিরাতেই আফগানিস্তানের সঙ্গে তাদের সিরিজের সূচি নির্ধারিত ছিলো। ফলে মধ্যপ্রাচ্যের দেশটিতেই অবস্থান করছিলো টাইগাররা। কিন্তু নতুন করে দলের সঙ্গে যুক্ত হতে গিয়ে ভিসা জটিলতার মুখে পড়েন সৌম্য। ইতোমধ্যে অনুষ্ঠিত দুটি টি-টোয়েন্টি জিতে বাংলাদেশ সিরিজ নিশ্চিত করেছে। আগামীকাল সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি। জাকের আলি অনিকদের সামনে এবার আফগানদের হোয়াইটওয়াশ করার সুযোগ হাতছানি দিচ্ছে। 

এর আগে সৌম্য সর্বশেষ জাতীয় দলে খেলেছেন গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে। ভারতের বিপক্ষে সুযোগ পেয়ে ডাক নিয়ে ফেরায় পরবর্তী সিরিজগুলোয় তার আর ডাক পড়েনি। লিটনের ইনজুরিতে কপাল খুললেও, এবার তার সামনে দেয়াল তুলে দিলো ভিসা জটিলতার মতো ঘটনা।

এদিকে, ৮ অক্টোবর থেকে বাংলাদেশ-আফগানিস্তান মুখোমুখি হবে ওয়ানডে সিরিজে। যার জন্য গতকাল ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করে বিসিবি। যেখানে জায়গা হয়নি টি-টোয়েন্টি দলে থাকা ওপেনার পারভেজ হোসেন ইমনের। অবশ্য তিনি ওয়ানডেতে সেভাবে নিয়মিতও নন। যথারীতি মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে এই স্কোয়াডে ফিরেছেন নাজুমল হোসেন শান্ত, নাঈম শেখ, হাসান মাহমুদ ও নাহিদ রানা। এ ছাড়া বাঁ-হাতি স্পিনার তানভির ইসলামও আছেন ওয়ানডে দলে। 

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2