আরও জটিল হচ্ছে বিসিবি নির্বাচন, বর্জনের ঘোষণা ঢাকার ক্লাবগুলোর

তিন দফা দাবি না মানলে অসহযোগ আন্দোলন কর্মসূচীর ঘোষণা দিয়েছে মনোনয়নপত্র প্রত্যাহার করা ঢাকার ক্লাবগুলো। তাদের দাবি, বিসিবি নির্বাচন বাতিল না করলে কোন ধরণের ক্রিকেটে দেশের কোন ক্লাব অংশ নেবে না। শনিবার মোহামেডান ক্লাবে দেশের শীর্ষস্থানীয় ক্লাবগুলো নিয়ে সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের ঘোষণা দেন সংগঠকরা।
ক্রমেই জটিল হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন। দিন দিন বাড়ছে নাটকীয়তা। ১৫ ক্লাব নিষিদ্ধের প্রতিবাদে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন তামিম ইকবালসহ হেভিওয়েট ১৭ প্রার্থী। তারা এবার নির্বাচন বাতিলের দাবি জানিয়েছেন। তিনটি দাবি তাদের। হয় এডহক কমিটি গঠন, নয়তো বর্তমান কমিটির মেয়াদ বাড়িয়ে, নতুন নির্বাচনী তফসিল ঘোষণা। প্রয়োজনে কঠোর কর্মসূচীর ঘোষণা দিয়েছেন তারা।
ক্লাব সংগঠকদের অভিযোগ বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সেচ্ছাচারীতা করছেন। অনিয়মের অভিযোগ সাবেক সভাপতি ফারুক আহমেদের কাউন্সিলরশিপ পাওয়া নিয়ে। তাদের চোখে নাটের গুরু যুব ও ক্রীড়া উপদেষ্টা। যদিও সরাসরি তার নাম মুখে নিতে রাজি নন কেউই।
শুক্রবার বিকেলেও নির্বাচনের পক্ষে ছিলেন লুৎফর রহমান বাদল। রাতেই তার ইউটার্ন। নিজের মত পরিবর্তনের কারণ ব্যাখ্যা করেন তিনি।সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজনের চোখে, বিসিবি নিয়ে যা হচ্ছে তা নাটকের চেয়ে কম নয় মোটেও।
শনিবার নির্বাচন থেকে নিজের নাম প্রত্যাহার করেছেন রাজশাহী বিভাগ থেকে পরিচালক পদপ্রার্থী হাসিবুল আলম। রবিবার আদালতের রায় দেখে নিজেদের সিদ্ধান্ত জানাবেন তামিমপন্থী জেলা ও বিভাগের পরিচালক পদপ্রার্থীরা।
বিভি/এজেড
মন্তব্য করুন: