এবার ভারতের ওয়ানডে দলের ক্যাপ্টেন্সিও উঠলো গিলের হাতে

টেস্টের পর ভারতের ওয়ানডে দলের অধিনায়কের দায়িত্ব পেলেন শুভমান গিল। অস্ট্রেলিয়া সফরে ওয়ানডে সিরিজেই অধিনায়কের দায়িত্ব শুরু হবে গিলের। অস্ট্রেলিয়ায় ১৯, ২৩ ও ২৫ অক্টোবর তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলবে ভারত। এরপর ২৯ অক্টোবর শুরু হবে টি–টোয়েন্টি সিরিজ।
১৯ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ায় তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলবে ভারত। এরপর দু'দেশ মুখোমুখি হবে পাঁচ ম্যাচ টি–টোয়েন্টি সিরিজে। সেখানে ওয়ানডে সিরিজে ভারতকে নেতৃত্ব দিবেন সুবমান গিল।
২৬ বছর বয়সী গিল গত ইংল্যাণ্ড সফর থেকে ভারতীয় টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন। তার নেতৃত্বে জুন-জুলাইয়ে ইংল্যান্ডে ৫ টেস্ট সিরিজ ২-২ এ ড্র করে সফলতা দেখিয়েছে ভারত। গিল টি–টোয়েন্টিতেও ভারতীয় দলের সহ–অধিনায়কের দায়িত্বে আছেন। টি-টোয়েন্টিতে গিলের ডেপুটি হচ্ছেন শ্রেয়াস আইয়ার।
তবে অস্ট্রেলিয়া সফরে ওয়ানডে সিরিজে ভারতীয় দলে সুযোগ পেয়েছেন দুই অভিজ্ঞ ক্রিকেটার বিরাট কোহলি ও রোহিত শর্মা। গত মার্চে চ্যাম্পিয়নস ট্রফিজয়ী ভারতীয় দলের ১৫ সদ্যসের স্কোয়াডে পাঁচটি পরিবর্তন এনে অস্ট্রেলিয়া সিরিজের ওয়ানডে দল সাজিয়েছেন অজিত আগারকারের নেতৃত্বে ভারতের নির্বাচক কমিটি। সেখানে রবীন্দ্র জাদেজা ও বরুণ চক্রবর্তীর জায়গা হয়নি।
ইনজুরির কারণে হার্দিক পান্ডিয়া ও ঋষভ পন্তকেও কোন ফরম্যাটেই রাখা হয়নি। বিশ্রাম দেয়া হয়েছে দলের সেরা স্ট্রাইক পেসার যশপ্রীত বুমরাহ'কে। বুমরাহ অবশ্য টি-টোয়েন্টি স্কোয়াডে আছেন। ১৬ সদস্যের টি-টোয়েন্টি দলে আছেন নীতিশ কুমার ও ওয়াশিংটন সুন্দর।
এছাড়া ওয়ানডে স্কোয়াডে ডাক পেয়েছেন নীতিশ কুমার, মোহাম্মদ সিরাজ, অর্শদীপ সিং, প্রসিধ কৃঞ্চা, ধ্রুব জুরেল ও যশস্বী জয়সোয়াল।
বিভি/এজেড
মন্তব্য করুন: