ঘরের মাঠে দক্ষিণ কোরিয়াকে ৫ গোলে উড়িয়ে দিলো ব্রাজিল

পাঁচ গোল দিয়ে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে ব্রাজিল। সিউলে ওয়াল্ড কাপ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই খেলায় ব্রাজিলের হয়ে জোড়া গোল করেন রোদ্রিগো ও এস্তেভাও। অন্য গোলটি করেছেন ভিনিসিয়ুস। যদিও, আগামী বিশ্বকাপে খেলার জন্য ইতোমধ্যেই দুই দলই কোয়ালিফাই করেছে।
ম্যাচের শুরু থেকেই দারুণ ছন্দে ছিল ব্রাজিল। দলের সবচেয়ে তরুণ সদস্য ১৮ বছর বয়সী এস্তেভাও ব্রুনো গিমারাসের দারুণ পাস থেকে গোলের সূচনা করেন। বিরতির আগে বাঁ দিক দিয়ে কেটে ভেতরে ঢুকে দুর্দান্ত শটে গোল করেন রোদ্রিগো। স্কোরলাইন ২-০ নিয়ে বিরতিতে যায় ব্রাজিল।
দ্বিতীয়ার্ধে আবারও এস্তেভাও প্রতিপক্ষের ভুলে বল কেড়ে নিয়ে স্কোরলাইন আরও ১ গোল যোগ করেন। হয়ে ব্রাজিল চতুর্থ গোলও তুলে নেয় রদ্রিগো। শেষ গোলটি করেছেন ভিনিসিয়ুস জুনিয়র।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: