• NEWS PORTAL

  • শনিবার, ১১ অক্টোবর ২০২৫

ছন্দে ফেরা ম্যাচে টস হারলেন জ্যোতি, ফিল্ডিংয়ে বাংলাদেশ

প্রকাশিত: ১৬:৪৯, ১০ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
ছন্দে ফেরা ম্যাচে টস হারলেন জ্যোতি, ফিল্ডিংয়ে বাংলাদেশ

ভারতের গৌহাটিতে নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে প্রথমে ফিল্ডিংয়ে বাংলাদেশ। লিগ পর্বে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে বিশ্বকাপ শুরু করে বাংলাদেশ। তবে পরের ম্যাচে ইংল্যান্ডের কাছে ৪ উইকেটে হেরে যায় টাইগ্রেসরা। 

ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ম্যাচের একাদশ থেকে দু’টি পরিবর্তন এনেছে বাংলাদেশ। রিতু মনি ও সানজিদা আক্তারের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন সুমাইয়া আকতার ও নিশিতা আকতার নিশি। 

এবারের আসরে নিজেদের প্রথম দুই ম্যাচেই হেরেছে নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়ার কাছে ৮৯ রানে ও দক্ষিণ আফ্রিকার কাছে ৬ উইকেটে হারে কিউইরা। 

ওয়ানডেতে এখন পর্যন্ত চারবার নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এরমধ্যে বাংলাদেশ দু’বার হেরেছে ও দু’টি ম্যাচ পরিত্যক্ত হয়। 

বাংলাদেশ একাদশ: নিগার সুলতানা (অধিনায়ক), রুবাইয়া হায়দার, শারমিন আক্তার, সোবহানা মোস্তারি, সুমাইয়া আকতার, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, নাহিদা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার ও নিশিতা আকতার নিশিম

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2