রাবেয়া-নাহিদার নজরকাড়া বোলিং, ২২৮ রান করলেই জিতবে বাংলাদেশ

জয় দিয়ে বিশ্বকাপ শুরুর পর দ্বিতীয় ম্যাচেই হেরেছিল বাংলাদেশ নারী দল। প্রমীলা ওয়ানডে বিশ্বকাপে আজ তৃতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ডের। টস হেরে বোলিং করে ২২৭ রানে আটকেছে ব্ল্যাকক্যাপস নারীদের। জয়ের জন্য টাইগ্রেসদের দরকার ২২৮ রান।
শুক্রবার (১০ অক্টোবর) টুর্নামেন্টের ১১তম ম্যাচে ভারতের গৌহাটিতে দুর্দান্ত বোলিং করেছেন রাবেয়া খান। ১০ ওভারে ১ মেডেন, ৩০ রানের বিনিময়ে শিকার করেছেন ৩টি উইকেট। অন্যদিকে নাহিদা আক্তারও কম রান দিয়েছেন। ১০ ওভারে ৩৬ রানে শিকার করেছেন একটি উইকেট।
উইমেন ব্ল্যাক ক্যাপসদের ৯টি উইকেট শিকারের পথে রাবেয়া ৩টি ও নাহিদা একটি ছাড়াও আরও উইকেটের দেখা পেয়েছেন মারুফা, নিশিতা নিশি ও ফাহিমা খাতুন।
নিউজিল্যান্ডের হয়ে সোফিয়া ডিভাইন ও ব্রুক হ্যালিডে জোড়া ফিফটির দেখা পেয়েছেন। ৮৫ বলে ৬৩ রান করেন ডিভাইন আর ১০৪ বলে ৬৯ রান করেন হ্যালিডে।
৩৮ রানে ৩ উইকেট শিকার করে ভালো সূচনা করলেও সোফিয়া ডিভাইন ও ব্রুক হ্যালিডের জুটিতে ঘুরে দাঁড়ায়। ১১২ রান আসে এই জুটি থেকে। বাকিদের মধ্যে সুজি বেটিস ২৯, ম্যাডি গ্রিন ২৫, ইসাবেলা ও তাহুহু সমান ১২ করে রান করেন।
বিভি/এজেড
মন্তব্য করুন: