সেমিফাইনালের স্বপ্ন জিইয়ে রাখতে আজ মাঠে নামবে টাইগ্রেসরা

আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের ‘সেমিফাইনাল স্বপ্ন’ জিইয়ে রাখার শেষ সুযোগ আজ। সেজন্য নিজেদের চতুর্থ ম্যাচে হারাতে হবে দক্ষিণ আফ্রিকাকে। ভারতের বিশাখাপট্টনমে বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় মাঠে গড়াবে ম্যাচটি।
পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটের জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করা বাংলাদেশ পরের দুই ম্যাচেই হেরেছে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের কাছে। ইংল্যান্ডের বিপক্ষে অবশ্য দারুণ ফাইট করে দুর্বল আম্পায়ারিংয়ের কাছে হারতে হয় টাইগ্রেসদের। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে হতাশ করেছে নিগার সুলতানা জ্যোতির দল।
কিউইদের ৯ উইকেটে ২২৭ রানের জবাবে ১২৭ রানে আলআউট হয়ে ১০০ রানের বড় ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। এই হারের পেছনে দলের ব্যাটিংয়ের দায় বড় হয়ে উঠেছে। আট দলের বিশ্বকাপে প্রথম পর্বে ৭ ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ। সেখানে তিন ম্যাচ থেকে এক জয়ে ২ পয়েন্ট নিয়ে টেবিলের ছয় নম্বরে এখন টাইগ্রেসরা। শীর্ষ চার দল খেলবে সেমিফাইনালে। বাংলাদেশের সেই লক্ষ্য পূরণে পরের চার ম্যাচেই জয় পাওয়া গুরুত্বপূর্ণ। সেখানে দক্ষিণ আফ্রিকা ছাড়াও খেলতে হবে অস্ট্রেলিয়া, ভারত ও শ্রীলংকার বিপক্ষে।
দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচ খেলে দুই জয়ে টেবিলের চতুর্থ স্থানে। প্রোটিয়ারা ইংল্যান্ডের বিপক্ষে ৬৯ রানে অলআউট হয়ে ১০ উইকেটে হারলেও পরের দুই ম্যাচে নিউজিল্যান্ড ও স্বাগতিক ভারতকে হারিয়ে বড় সাফল্য পেয়েছে।
বিভি/এসজি
মন্তব্য করুন: