• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

হোয়াইটওয়াশের শঙ্কায় বাংলাদেশ, আজ জিততে পারবে তো?

প্রকাশিত: ১৬:০৫, ১৪ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
হোয়াইটওয়াশের শঙ্কায় বাংলাদেশ, আজ জিততে পারবে তো?

টানা দুটি ওয়ানডে হেরে আগেই সিরিজ খুইয়েছে বাংলাদেশ। এবার তাদের সামনে হোয়াইটওয়াশের শঙ্কা। ধবল ধোলাই এড়ানোর মিশনে তৃতীয় ওয়ানডে মঙ্গলবার আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। আবুধাবিতে ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।

৩ ম্যাচ সিরিজে ২-০'তে এগিয়ে আফগানিস্তান। এর আগে টি-টোয়েন্টি সিরিজে আফগানদের ৩-০'তে হারিয়ে বাংলাওয়াশ করলেও; এখন ওয়ানডেতে উল্টো হোয়াইটওয়াশের শংকায় টাইগাররা। ২০২৭ বিশ্বকাপে খেলার লক্ষ্যে এখন থেকে প্রতিটি ওয়ানডে ম্যাচই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। 

২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে র‍্যাংকিংয়ের শীর্ষ আট দেশ। তাদের সঙ্গে সরাসরি সুযোগ পাবে দুই স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে। ২০২৭-এর ৩১ মার্চের মধ্যে শীর্ষ আটে  উঠতে পারলে বাংলাদেশও পাবে সেই সুযোগ। নয়তো ১৯৯৯ সালের পর আবারো বাছাই পর্বে খেলতে হবে টাইগারদের। 

যদিও আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যার্থ বাংলাদেশ। প্রথম দুটি ম্যাচে পরাজয়ে সিরিজ হাতছাড়া হয়েছে এখন হোয়াইটওয়াশের শঙ্কায় টাইগাররা। দ্বিতীয় ওয়ানডেতে বর্তমান সময়ে বিশ্বের সেরা লেগ স্পিনার রশিদ খানের বিপক্ষে দৃষ্টিকটু ভাবে উইকেট হারিয়েছেন হৃদয়- সোহানরা। এক সময় টাইগারদের প্রিয় ফরমেট ছিলো ওয়ানডে ক্রিকেট। সেই ফরম্যাটেই এই বছর ৭ ম্যাচে ৬টিতে হেরে বিশ্বকাপ অনিশ্চিত মেহেদি হাসান মিরাজের দলের।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2