• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

এএফসি এশিয়ান কাপ

হংকংয়ে ফিরতি ম্যাচ: হামজা-শমিতের সাথে শুরুর একাদশে আছেন জায়ানও

প্রকাশিত: ১৭:৩৫, ১৪ অক্টোবর ২০২৫

আপডেট: ১৭:৪৮, ১৪ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
হংকংয়ে ফিরতি ম্যাচ: হামজা-শমিতের সাথে শুরুর একাদশে আছেন জায়ানও

এএফসি এশিয়ান কাপের মূলপর্বে সুযোগ পেতে বাংলাদেশের হাতে থাকা বাকি তিন ম্যাচেই জিততে হবে তপু-হামজা। মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৬টায় হংকংয়ের কাই তাক স্পোর্টস পার্কে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

এই টুর্নামেন্টের বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে বাংলাদেশ ৩ ম্যাচ খেলে একটি ড্র করেছে। হেরেছে ২ ম্যাচ। বাংলাদেশের পয়েন্ট ১। তারা এখন চার দলের মধ্যে পয়েন্ট টেবিলের তলানিতে। ৭, ৫ ও ২ পয়েন্ট নিয়ে এক, দুই ও তিনে অবস্থান করছে হংকং, সিঙ্গাপুর ও ভারত।

এই ম্যাচের স্টার্টিং ইলেভেন ঘোষণা করেছে বাংলাদেশ। সেখানে নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া ও ফাহামিদুল ইসলামকে রাখা হয়নি। তবে বদলীর সময় তাদের নামানো হতে পারে। অন্যদিকে শামিত শোম, হামজা চৌধুরি ও জায়ান আহমেদরা আছেন শুরুর একাদশেই।

বাংলাদেশ একাদশ: মিতুল মারমা (গোলকিপার), জায়ান আহমেদ, তপু বর্মন (অধিনায়ক), শাকিল আহাদ তপু, তারিক কাজী, সাদ উদ্দিন, হামজা চৌধুরী, শমিত সোম, সোহেল রানা সিনিয়র, শেখ মোরসালিন, রাকিব হোসেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2