• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে টস হারলো বাংলাদেশ, একাদশে নেই জাকের

প্রকাশিত: ১৭:৪৩, ১৪ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে টস হারলো বাংলাদেশ, একাদশে নেই জাকের

যে ওয়ানডে ফরম্যাট ছিল বাংলাদেশের সবচেয়ে প্রিয় ফরম্যাট, সেই ওয়ানডে ফরম্যাটেই আফগানদের কাছে নাকানি-চুবানি খাচ্ছে টাইগাররা। তিন ম্যাচের সিরিজে এখন হোয়াইটওয়াশের শঙ্কায় রয়েছে মেহেদি হাসান মিরাজের দল। আজ শেষ ম্যাচে সন্ধ্যা ছয়টায় মাঠে নামছে দুদল।

আবুধাবিতে টস জিতেছেন আফগান ক্যাপ্টেন হাসমতুল্লাহ শাহিদি। জিতে ব্যাটিং বেছে নিয়েছেন। আগে ফিল্ডিং করতে হচ্ছে টাইগারদের।

এই ম্যাচে বাংলাদেশের একাদশে রয়েছে ৪টি পরিবর্তন। তানজিদ তামিম, জাকের আলী, মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিবকে বসিয়ে রেখেছে ম্যানেজম্যান্ট। একাদশে যুক্ত হয়েছেন- মোহাম্মদ নাইম, শামীম হোসেন, হাসান মাহমুদ ও নাহিদ রানা।

আগের ম্যাচে হুইল চেয়ারে মাঠ ছাড়া রহমত শাহ ইনজুরিতে পড়েছেন। এক সপ্তাহ তিনি মাঠে নামতে পারবেন না। আফগানদের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ রান করা তারকার পরিবর্তে একাদশে এসেছেন ইকরাম আলীখিল। দলে আরও এক পরিবর্তন আছে। যুক্ত হয়েছেন বিলাল সামি।

বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, মোহাম্মদ নাইম, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান (উইকেটরক্ষক), শামীম হোসেন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, হাসান মাহমুদ ও নাহিদ রানা।

আফগানিস্তান একাদশ: রাহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ আতাল, ইকরাম আলীখিল, হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, এএম গজানফর, নাঙ্গেলিয়া খারোতে ও বিলাল সামি।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2