• NEWS PORTAL

  • বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

আবার হোঁচট খেলো ব্রাজিল, হারলো জাপানের কাছে

প্রকাশিত: ১৯:১০, ১৪ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
আবার হোঁচট খেলো ব্রাজিল, হারলো জাপানের কাছে

আউটলুক

জাপানের কাছে ৩-২ গোলে হেরেছে পাঁচবারের ফুটবল বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিল। এই এই দিয়ে রচিত হলো নতুন ইতিহাস। কারণ, এর আগে কখনও জাপানের কাছে হারেনি ব্রাজিলিয়ান ফুটবল দল।

জাপানের টোফুর আজিনোমোটো স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রীতি ম্যাচের শুরুটা ব্রাজিলের দখলেই ছিলো। প্রথমার্ধের পুরোটাতেই ০-২ গোলে এগিয়ে ছিলো ব্রাজিল। তবে, দ্বিতীয়ার্ধে যেনো সব উল্টে যায়। ৫১তম মিনিটে ব্রাজিলিয়া ডিফেন্ডার ব্রুনোর ভুলে গোল করেন জাপানি স্ট্রাইকার তাকুমি মিনামিনো। ৬১তম মিনিটে ইতোর ক্রস ক্লিয়ার করতে গিয়ে আত্মঘাতী গোল করেন ব্রুনো নিজেই। ৭৫তম মিনিটে গিয়ে ইতোর কর্নার থেকে মাথা ছুঁইয়ে জালের ঠিকানা খুঁজে নেন সেন্টার ফরোয়ার্ড আয়াসে উএদা।

অন্যদিকে, শেষ মুহূর্তে একের পর এক আক্রমণে গোল খুঁজেছে আনচেলত্তির ব্রাজিল। কিন্তু, জাপানের গোলরক্ষক জিওন সুজুকি তার কোনটিকেই সফল হতে দেননি। ৯০ মিনিট এবং যুক্ত হওয়া অতিরিক্ত সময়েও আর গোলের মুখ দেখেনি ব্রাজিল। আর এতেই ঐতিহাসিক জয় পায় জাপান।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2