• NEWS PORTAL

  • বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

রাকিবের গোলে হংকং থেকে পয়েন্ট নিয়েই ফিরছে বাংলাদেশ

প্রকাশিত: ২০:১৯, ১৪ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
রাকিবের গোলে হংকং থেকে পয়েন্ট নিয়েই ফিরছে বাংলাদেশ

হংকংয়ের মাঠে খেলতে নেমে স্বাগতিকদের বিপক্ষ শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করেছে তপু-হামজার দল। মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৬টায় শুরু হওয়া ম্যাচে কাই তাক স্পোর্টস পার্ক স্টেডিয়াম ছিল কানায় কানায় পরিপূর্ণ। প্রথমার্ধে পেনাল্টি গোলে ১-০-তে পিছিয়ে থাকলেও রাকিবের গোলে সমতায় আসে বাংলাদেশ ফুটবল দল। আর এই ড্র ম্যাচের মধ্য দিয়ে হংকং থেকে আরও ১ পয়েন্ট নিয়ে ফিরছে বাংলাদেশ।

খেলার ২২ মিনিট বল নিয়ে দারুণ ক্ষিপ্রতায় এগিয়ে যাওয়া শমিতকে পেছন থেকে জার্সি ধরে টেনে ফেলে দিয়েছিলেন হংকংয়ের এক ডিফেন্ডার। বক্সের একটু ওপর থেকে হামজার নেওয়া ফ্রিকিক রক্ষণ দেয়ালে লেগে বাইরে গেলে আর কিছু হয়নি। ৩৩ মিনিটে পেনাল্টি পায় হংকং। তারিক কাজী ফেলে দেন ফেরনান্দো পেরেরাকে। জাপানের রেফারি পেনাল্টির বাঁশি বাজাতে সময় নেননি। স্পটকিক থেকে ম্যাট অর গেলকিপারের বিপরীত দিক দিয়ে জাল কাঁপান। 

শেষ দিকে এসে তাদের একজনের প্রচেষ্টায় ব্যবধান বাড়েনি। বাংলাদেশও সুযোগ তৈরি করে লক্ষ্যে শট নিতে পারেনি। এক গোলে পিছিয়ে থেকে ড্রেসিং রুমের পথে হেঁটেছে। দ্বিতীয়ার্ধে ব্যাপক আক্রমণ চালায় তপু-হামজারা। ৮৩ মিনিটে গিয়ে গোল পায় স্ট্রাইকার রাকিব।

এই টুর্নামেন্টের বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে বাংলাদেশ মোট ৪ ম্যাচ খেলে ২টি ড্র করলো। হেরেছে ২ ম্যাচ। বাংলাদেশের পয়েন্ট ২। ৮, ৫ ও ২ পয়েন্ট নিয়ে এক, দুই ও তিনে অবস্থান করছে হংকং, সিঙ্গাপুর ও ভারত।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2