টস জিতে ব্যাটিংয়ে টাইগ্রেসরা, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া

আইসিসি নারী বিশ্বকাপের প্রথম রাউন্ডের ১৭তম ম্যাচে মুখোমুখী বাংলাদেশ-অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকাল সাড়ে ৩টায় ভিশাখাপত্নমে শুরু হওয়া ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নিগার সুলতানার নেতৃত্বধীন দল।
এই টুর্নামেন্টের ৪ ম্যাচে ১ জয় নিয়ে পয়েন্ট তালিকায় ৬ নম্বরে আছে বাংলাদেশ। সমান ম্যাচে ৩ জয়ে দুই নম্বরে অস্ট্রেলিয়া।
বাংলাদেশ একাদশে যারা: রুবাইয়া হায়দার, ফারজানা হক, শারমিন আক্তার, নিগার সুলতানা (অধিনায়ক), সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, রাবেয়া খান, রিতু মনি, নিশিতা আক্তার নিশি ও ফারিহা তৃষ্ণা।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: