• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

এখন থেকে ছেলেদের সমান ভাতা পাবে নারী ক্রিকেটাররাও

প্রকাশিত: ২৩:১৮, ১৫ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
এখন থেকে ছেলেদের সমান ভাতা পাবে নারী ক্রিকেটাররাও

বাংলাদেশ নারী ক্রিকের দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এর আগে অভিযোগ করেছিলেন, সুযোগ-সুবিধার দিক থেকে বৈষম্যের শিকার তারা। তার অভিযোগ ছিলো, ছেলেদের সমান সুযোগ-সুবিধা মেয়েদের দেওয়া হয় না। তবে এখন থেকে গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নারী ক্রিকেটাররা পুরুষ ক্রিকেটারদের সমান সুযোগ-সুবিধা পাবেন।

বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক জানিয়েছেন, এখন থেকে দৈনিক ভাতা ও ট্যুর ফি ছেলে এবং মেয়েরা সমানভাবেই পাবে। নতুন এই সিদ্ধান্ত কার্যকর হলে নারী ক্রিকেটাররা পুরুষ ক্রিকেটারদের সমান আর্থিক সুবিধা পাবেন। 

বর্তমানে পুরুষ ক্রিকেটাররা বিদেশে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে গেলে দৈনিক ভাতা ও ট্যুর ফি মিলিয়ে (৭৫+৪০ ডলার) মোট ১১৫ ডলার পান। সেখানে নারী ক্রিকেটারদের এখন পর্যন্ত সাকল্যে দেওয়া হচ্ছিল ৭৫ ডলার। 
 
বিসিবির নারী বিভাগ জানিয়েছে, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাবেক সহ-সভাপতি নাজমুল আবেদীন ফাহিম গত বোর্ড মিটিংয়ে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। এই পদক্ষেপ নারী ক্রিকেটকে নিঃসন্দেহে আরও এগিয়ে নেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, বিসিবির এই পদক্ষেপ শুধু নারী ক্রিকেটারদের ন্যায্য দাবি পূরণই নয়, বরং বাংলাদেশের নারী ক্রিকেটকে আরও অনুপ্রাণিত ও শক্তিশালী করবে।

এ ব্যাপারে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার (১৫ অক্টোবর) নিজের ভেরিফায়েড পেজে তিনি লেখেন, বিগত বছরগুলোতে বাংলাদেশ নারী ক্রিকেট দলের একাধিক সাফল্য থাকলেও, বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিল নারী ক্রিকেটাররা। ধীরে ধীরে এই ধারায় পরিবর্তন আসছে।
 

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2