• NEWS PORTAL

  • সোমবার, ২০ অক্টোবর ২০২৫

ঘাম ঝরানো জয়ে লা লিগায় শীর্ষে ফিরলো রিয়াল মাদ্রিদ

প্রকাশিত: ১১:৫১, ২০ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
ঘাম ঝরানো জয়ে লা লিগায় শীর্ষে ফিরলো রিয়াল মাদ্রিদ

গেতাফের বিপক্ষে কষ্টার্জিত জয়ে স্প্যানিশ লা লিগায় শীর্ষে ফিরেছে রিয়াল মাদ্রিদ। রবিবার রাতে গেতাফের মাঠে মাদ্রিদ জায়ান্টদের জয় ১-০ ব্যবধানে। ম্যাচের ৮০ মিনিটে কিলিয়ান এমবাপ্পে গোল করে পার্থক্য গড়ে দেন। 

গেতাফের মাঠে ভিনিসিউস জুনিয়রকে ছাড়া বিবর্ণ ফুটবল খেলতে থাকে রিয়াল। অষ্টম মিনিটে প্রথম সুযোগ পায় জাভি আলোন্সোর দল। একাদশে ফেরা রদ্রিগোর পাস ধরে বক্সে ঢুকে এমবাপের কোনাকুনি নিচু শট ঠেকিয়ে দেন গেতাফের গোলরক্ষক। 

প্রথমার্ধে গোল না পাওয়া মাদ্রিদ জায়ান্টরা দ্বিতীয়ার্ধে ধীরে ধীরে ছন্দে ফিরতে থাকে। ৫৫ মিনিটে ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোকে তুলে ভিনিসিউস জুনিয়রকে নামান রিয়াল কোচ। ৭৭ মিনিটে এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে কনুই দিয়ে ধাক্কা মেরে গেতাফের ডিফেন্ডার আলান নিওম সরাসরি লাল কার্ড দেখেন। তিন মিনিট পর এমবাপ্পে কাঙ্খিত গোল পাইয়ে দেন রিয়ালকে। 

দ্বিতীয়ার্ধে বদলি নামা আর্দা গিলেরের রক্ষণচেরা পাস ধরে ঠিকানা খুঁজে নেন ফরাসি ফরোয়ার্ড। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে টানা ১১ ম্যাচে গোল করলেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা। নির্ধারিত সময়ের ছয় মিনিট বাকি থাকতে ৯ জনের দলে পরিণত হয় গেতাফে। 

ভিনিসিউসকে ফাউল করে এবার দ্বিতীয় হলুদ কার্ড দেখেন উইঙ্গার আলেক্স সানক্রিস। ৯ ম্যাচে ৮ জয় ও এক হারে রেয়ালের পয়েন্ট হলো ২৪। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দুইয়ে নামলো শিরোপাধারী বার্সেলোনা।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2