নারী ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে খেলবে যারা
নারী ওয়ানডে বিশ্বকাপের চতুর্থ ও শেষ দল হিসেবে সেমিফাইনালে উঠেছে ভারত নারী ক্রিকেট দল। বৃহস্পতিবার রাতে লিগ পর্বে নিজেদের ষষ্ঠ ম্যাচে ভারত বৃষ্টি আইনে ৫৩ রানে হারিয়েছে নিউজিল্যান্ড নারী দলকে।
৬ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে থেকে সেমিফাইনাল নিশ্চিত করে ভারত। এর আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড।
আগামী ২৯ ও ৩০ অক্টোবর সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। পয়েন্ট তালিকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দল নিশ্চিত না হওয়ায় সেমিফাইনালে কোন দল কার বিপক্ষে খেলবে, সেটি এখনো চূড়ান্ত নয়।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: