উড়ে গেল ওয়েস্ট ইন্ডিজ, মিরাজের নেতৃত্বে প্রথম সিরিজ জয়

গত ম্যাচের ভুল এবার আর করেনি বাংলাদেশ। ঘরের মাঠে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে সিরিজ জয় করেছে টাইগাররা। এতে করে মেহেদি হাসান মিরাজের নেতৃত্বে প্রথম ওয়ানডে সিরিজ জিতলো লাল-সবুজের সেনারা।
মিরপুরে আজ সৌম্য সরকার ও সাইফ হাসানের জোড়া ফিফটি, এরপর নাসুম আহমেদ ও রিশাদ হোসেনদের ঘূর্ণিঝড়ে ক্যারিবিয়ানদের ১৭৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিল টাইগাররা।
২০২৪ সালের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পর দীর্ঘ বিরতির পর আবারও সিরিজ জয়ের মুখ দেখল বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে স্বাগতিকরা ১৭৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। এই জয় শুধু সিরিজ জয়ের নয়, মিরাজের অধিনায়কত্বের প্রথম মুকুটও বটে।
টস জিতে ব্যাটিংয়ে নেমে সৌম্য সরকার ও সাইফ হাসান গড়েন ১৭৬ রানের জুটি—যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় শুরুতেই। সৌম্য ৮৬ বলে ৯১ ও সাইফ ৭২ বলে ৮০ রান করে সাজঘরে ফেরেন। মাঝের সারিতে হৃদয় (২৮) ও শান্ত (৪৪) দলকে ২৯৬ রানের লড়াকু সংগ্রহ এনে দেন।
প্রতিপক্ষের বোলারদের মধ্যে একমাত্র আকিল হোসেনই কিছুটা সফল ছিলেন; ১০ ওভারে ৪১ রানে ৪ উইকেট তুলে নিয়ে দলের লজ্জা কিছুটা কমান তিনি।
কিন্তু জবাব দিতে নেমে একেবারে পর্যুদস্ত হয় সফরকারীরা। স্পিনারদের সামনে ক্যারিবীয় ব্যাটারদের অসহায় আত্মসমর্পণ। নাসুম আহমেদ ৬ ওভারে মাত্র ১১ রান দিয়ে নেন ৩ উইকেট। তাকে দারুণভাবে সঙ্গ দেন তানভির ইসলাম (২/১৬) ও রিশাদ হোসেন (৩/৫৪)। নেতৃত্বে থেকেও নিজের ছাপ রাখেন মিরাজ, নেন ২ উইকেট।
৩০.১ ওভারে ওয়েস্ট ইন্ডিজ গুটিয়ে যায় ১১৭ রানে। আকিল হোসেন১৫ বলে ২৭ রানের ইনিংস খেলের। বাকিরা কেউই ঘূর্ণি সাম্রাজ্য ভেদ করতে পারেননি। এ জয় বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানের জয় (১৭৯ রানে) এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বোচ্চ ব্যবধানের জয়।
৯১ রান করা সৌম্য সরকার ম্যাচ সেরা হন। ব্যাট হাতে ৬৮ রান ও ১২টি উইকেট নিয়ে সিরিজ সেরা হন রিশাদ হোসেন।
বিভি/এজেড
মন্তব্য করুন: