শুরু হচ্ছে এনসিএল, প্রথমবার খেলবে ময়মনসিংহ
আজ (শনিবার, ২৫ অক্টোরব) শুরু হচ্ছে দেশের প্রথম শ্রেনীর ক্রিকেট জাতীয় লিগ-এনসিএল। এবারও অংশ নিচ্ছে আটটি দল। তবে, প্রথমবারের মতো খেলবে ময়মনসিংহ বিভাগ। তাদের অন্তর্ভুক্তিকে বাদ পড়েছে ঢাকা মেট্রো।
ময়মনসিংহ বিভাগের নেতৃত্বে থাকছেন শুভাগত হোম চৌধুরী। সহ-অধিনায়ক আব্দুল মজিদ। বিভাগের সবচেয়ে বড় তারকা মাহমুদউল্লাহ রিয়াদ অবসর নেওয়ায় স্কোয়াডে নেই তার নাম। আরেক তারকা মোসাদ্দেক হোসেন সৈকতকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই তালিকায়।
এদিকে, এবারের এনসিএলের শুরু থেকেই খেলার কথা রয়েছে অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমের। সিলেট বিভাগের হয়ে মাঠে নামবেন তিনি। মূলত সামনে জাতীয় দলের খেলা থাকায় নিজেকে প্রস্তুত করতেই এনসিএল খেলবেন তিনি।
উদ্বোধনী দিনে মাঠে নামবে ৮ দলই। দেশের তিন বিভাগে অনুষ্ঠিত হবে খেলা। তার মধ্যে সিলেট আন্তর্জাতিক মাঠে ময়মনসিংহের বিপক্ষে খেলবে সিলেট বিভাগ। এ ছাড়া সিলেটের একাডেমি মাঠে লড়বে ঢাকা বিভাগ এবং রংপুর বিভাগ।
অন্যদিকে, খুলনা বিভাগীয় মাঠে নামবে খুলনা এবং বরিশাল বিভাগ। রাজশাহীর বিভাগীয় মাঠে লড়বে রাজশাহী এবং চট্টগ্রাম বিভাগ।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: