মেজর লীগে মেসির রেকর্ড, মায়ামির দুর্দান্ত জয়
মেজর লিগ সকারে আবারও জোড়া গোল করলেন লিওনেল মেসি। তাতে এমএলএস কাপে প্রথম প্লে অফ ম্যাচে ন্যাশভিল এফসি’কে ৩-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি।
মেজর লিগ সকারের এই মৌসুমে ট্রফি শূন্য ইন্টার মায়ামি। তবে, এমএলএস কাপে ইস্টার্ন কনফারেন্সের সেমিফাইনালে ওঠার সুযোগ আছে মেসি-সুয়ারেজদের। সেজন্য ন্যাশভিল এফসির বিপক্ষে ২ নভেম্বর দ্বিতীয় প্লে-অফ ম্যাচে জিততে হবে মায়ামিকে। তবে, ঐ ম্যাচে হেরে গেলে ৮ নভেম্বর তৃতীয় প্লে অফ ম্যাচে খেলার সুযোগ পাবে মেসিরা।
শনিবার (২৫ অক্টোবর) নিজেদের হোম ম্যাচে চেজ স্টেডিয়ামে শুরু থেকেই ভালো খেলেই জয় পেয়েছে মায়ামি। ১৯ মিনিটে লুইস সুয়ারেজের ক্রসে ড্রাইভিং হেডে গোল করে দলকে এগিয়ে নেন মেসি।
বিরতির পরও দাপুটে খেলেছে মায়ামি। ৬২ মিনিটে আলেন্দের গোলে ২-১ এ লিড নেয় তারা। এই গোলে আর ম্যাচের ইনুজির সময়ে দলের তৃতীয় এবং নিজের দ্বিতীয় গোলটি করেন আর্জেন্টাইন অধিনায়ক।
ন্যাশভিলের গোলরক্ষক ও ডিফেন্ডারের ভুলে পোস্টের কাছাকাছি জায়গায় বল পেয়ে জালে জড়ান মেসি। ক্যারিয়ারে এটি ৮৯১তম গোল মেসির । আর এই বছর মেজর লিগে সব আসর মিলিয়ে সর্বোচ্চ ৩৯ গোল করে রেকর্ড গড়লেন মেসি।
এর আগে মেজর লিগে এক ক্যালেন্ডার বর্ষে সর্বোচ্চ ৩৮ গোল করেছিলেন ডেনিস বোয়াঙ্গা ও কার্লোস ভেলা। মেসি সেই রেকর্ড ভেঙে দিলেন।
আর, এই ম্যাচের আগে মেজর লিগে এই মৌসুমে ২৮ ম্যাচে সর্বোচ্চ ২৯ গোল করে এমএলএস কমিশনার ডন গারবারের হাত থেকে গোল্ডেন বুট ট্রফি নেন মেসি।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: