ক্রিকেটেও ভূমিকম্পের ধাক্কা, আয়ারল্যান্ডকে চেপে ধরেছে টাইগাররা
ভূমিকম্পে কয়েক মিনিট বন্ধ রাখা হয় বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচ।
মিরপুরে ঢাকা টেস্টের শুরু থেকেই চালকের আসনে রয়েছে বাংলাদেশ। নিজেদের প্রথম ইনিংসে ২৬৫ রানে গুটিয়ে গেছে সফরকারী আয়ারল্যান্ড। আইরিশদের ফলোঅনে ফেলেও আবারো ব্যাটিংয়ে নেমেছে টাইগাররা। তবে দেশজুড়ে নাড়িয়ে দেওয়া ভূমিকম্প ধাক্কা দেয় স্টেডিয়ামেও। ম্যাচ বন্ধ থাকে কয়েক মিনিট।
২১১ রানে এগিয়ে থেকে তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ১৫৬ রান। বাংলাদেশ এরই মধ্যে ৩৬৭ রানের বিশাল লক্ষ্য দিয়েছে। ওপেনার মাহমুদুল হাসান জয় ৬০ রানে আউট হলেও ক্রিজে আছেন সাদমান ৬৯ এবং মুমিনুল হক ১৯।
আগের দিনের ৫ উইকেটে ৯৮ রান নিয়ে তৃতীয় দিন সকালে পুনরায় ব্যাটিংয়ে নামেন আয়ারল্যান্ডের দুই অপরাজিত ব্যাটসম্যান লর্কান টাকার ও স্টিফেন ডোহেনি। তৃতীয় দিনের শুরুটা দারুণ করেন দুই ব্যাটসম্যান। ডোহেনিকে ৪৬ রানে বোল্ড করে ৯১ রানের জুটি ভাঙ্গেন স্পিনার তাইজুল ইসলাম। অ্যান্ডি ম্যাকব্রাইনকেও দ্রুত ফিরিয়েছেন তাইজুল।
এরপর লরকান টাকার ও জর্ডান নেইল হাল ধরেন। চতুর্থ উইকেটে গড়েন ৭৪ রানের জুটি। টাকার ৯ টেস্টে এক সেঞ্চুরির সঙ্গে চতুর্থ হাফ সেঞ্চুরি তুলে নেন। শেষ পর্যন্ত অপরাজিত থেকে গেছেন ৭৫ রানে। নেইল মাত্র এক রানের জন্য হাফসেঞ্চুরি বঞ্চিত হয়েছেন।
আয়ারল্যান্ডের শেষ উইকেট তুলে নেন তাইজুল ইসলাম। ৭৬ রানে তার শিকার চারটি। এই চার উইকেট নিয়ে তিনি পাশে বসেছেন সাকিব আল হাসানের পাশে। ৫৭ টেস্টে ২৪৬ উইকেট নিয়ে যৌথভাবে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারি এখন তাইজুল।
প্রথম ইনিংসে মুশফিকুর রহিমের ১০৬, লিটন দাসের ১২৮ ও মুমিনুল হকের ৬৩ রানে ৪৭৬ রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশ। সিলেটে প্রথম টেস্ট ইনিংস ও ৪৭ রানে জিতে দুই ম্যাচের সিরিজে এগিয়ে টাইগাররা।
বিভি/এজেড




মন্তব্য করুন: