হার্টবিট বাড়িয়ে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
১৯৫ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছিল বাংলাদেশ ‘এ’ দল। শেষ বলে ভারত ‘এ’ দলের লাগতো ৪ রান। দুই রানের বেশি নিতে পারছিলেন না ভারতীয় ব্যাটার হারশ ডুবে। কিন্তু ভুল করে বসেন উইকেটরক্ষক। থ্রোইন মিস করা ১ রান নেয় ভারত। ম্যাচ টাই হওয়ায় গড়ায় সুপারওভারে। সেখানে গিয়ে বুক দুরুদুরু করতে করতে জয় বাংলাদেশের।
শুক্রবার (২১ নভেম্বর) কাতারের দোহায় ইমার্জিং এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে টানটান উত্তেজনা ছড়িয়ে সুপার ওভারে ভারতকে হারিয়ে ফাইনালে পা রেখেছে আকবর আলীর নেতৃত্বাধীন বাংলাদেশ এ দল।
সুপার ওভারে ১ রানের দরকার ছিল বাংলাদেশের। সেখানেই কাঁপুনি উঠেছিল ভক্তদের। কেননা প্রথম বলেই ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারি লাইনে ক্যাচ দিয়ে বসেন ইয়াসির আলী। তাতে আবারও জয় হাতছাড়া হওয়ার শঙ্কা তৈরি হয়। ক্রিজে এসে বেশ আতঙ্কেই ছিলেন আকবর আলী। তবে পরের বল ওয়াইড হওয়ায় জয় নিশ্চিত হয় বাংলাদেশের।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৪ রান তোলে বাংলাদেশ। হাবিবুর রহমান সোহানের ফিফটি ও এস এম মেহরাবের ক্যামিও ইনিংসে বিশাল লক্ষ্য পায় টাইগার এ দল। ৪৬ বলে ৬৫ রান করে সোহান, মাত্র ১৮ বলে ছক্কায় ৪৮ রান করেন মেহরাব।
এছাড়া জিসান আলম ১৪ বলে ২৬, জাওয়াদ আবরার ১৯ বলে ১৩ ও ইয়াসির আলী ৯ বলে ১৭ রান করেন। অধিনায়ক আকবর আলী ৯ ও আবু হায়দার ০ বেশি রান করতে পারেনি।
প্রায় দুশো রানের লক্ষ্য ছুঁয়ে ফেলেছিল ভারতও। বাংলাদেশের ফিল্ডিং মিসের সুযোগ নিয়ে ম্যাচ প্রায় বেরই করে নিয়েছিল টিম ইন্ডিয়া। বৈভব সূর্যবংশী ১৫ বলে ৩৮, প্রিয়াংশ আরিয়া ২৩ বলে ৪৪, জিতেশ শর্মা ২৩ বলে ৩৩, নেহাল ওয়াধেরা ২৯ বলে ৩২, রামনদ্বীপ সিং ১১ বলে ১৭ এবং আশুতোষ শর্মা ৬ বলে ১৩ রান করেন।
বল হাতে বাংলাদেশের হয়ে আবু হায়দার রনি ২টি ও রাকিবুল হাসান দুটি উইকেট নেন। এছাড়া রিপন মন্ডল ও আবদুল গাফফার একটি করে উইকেট নেন। সুপার ওভারে রিপন মন্ডল টানা দুটি উইকেট নিয়েছেন।
আজ রাতে সাড়ে আটটায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান শাহীনস ও শ্রীলঙ্কা ‘এ’ দল। বিজয়ী দলের সাথে বাংলাদেশ ‘এ’ দল ফাইনাল খেলবে আগামী রবিবার রাত সাড়ে আটটায়।
বিভি/এজেড




মন্তব্য করুন: