• NEWS PORTAL

  • শনিবার, ২২ নভেম্বর ২০২৫

আইরিশদের বিশাল টার্গেট ছুড়ে দিলো টাইগাররা

প্রকাশিত: ১২:৪২, ২২ নভেম্বর ২০২৫

আপডেট: ১২:৫৩, ২২ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
আইরিশদের বিশাল টার্গেট ছুড়ে দিলো টাইগাররা

মিরপুর টেস্টের চতুর্থ দিন সফরকারী আয়ারল্যান্ডকে বড় টার্গেট দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। শনিবার (২২ নভেম্বর) সকালে শুরু হওয়া ম্যাচের দ্বিতীয় ইনিংসে ২৯৭ রান করে টাইগাররা। দুই ইনিংস মিলে আইরিশদের টার্গেট ৫০৯ রান, হাতে সময় প্রায় দুই দিন।

এর আগে সকালে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৫১ রানে অপরাজিত থাকেন মুশফিকুর রহিম। তাছাড়া, বাংলাদেশের হয়ে দ্বিতীয় ইনিংসে মমিনুল হক ৮৭, সাদমান ৭৮, মাহমুদুল হাসান জয় ৬০ রান সংগ্রহ করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত আয়ার‌ল্যান্ডের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ১১ রান।

উল্লেখ্য, প্রথম ইনিংসে মুশফিকুর রহিমের ১০৬, লিটন দাসের ১২৮ ও মুমিনুল হকের ৬৩ রানে ৪৭৬ রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশ। সিলেটে প্রথম টেস্ট ইনিংস ও ৪৭ রানে জিতে দুই ম্যাচের সিরিজে এগিয়ে টাইগাররা।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2