• NEWS PORTAL

  • রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

ইতালির বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ!

প্রকাশিত: ১১:৩৩, ২৩ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
ইতালির বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ!

ছবি: সংগৃহীত

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ এমন একটি দলের বিপক্ষে খেলবে, যাদের নাম খুব কম মানুষই আন্তর্জাতিক ক্রিকেটে শুনেছে। দলটি হলো ইতালি। আইসিসির পরিকল্পিত গ্রুপ অনুযায়ী ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, ইতালি এবং নেপাল একই গ্রুপে থাকবে। তাই গ্রুপ পর্বেই বাংলাদেশের সামনে নতুন প্রতিপক্ষ হিসেবে আসবে ইতালি।

আন্তর্জাতিক ক্রিকেটে ইতালির নাম বড় কোনো শক্তি হিসেবে শোনা যায় না। তবে ইউরোপ অঞ্চলের বাছাইয়ে ভালো খেলে তারা এবার ক্রিকেট বিশ্বকাপের টিকিট পেয়েছে। তাই এই ম্যাচটি বাংলাদেশের জন্য একটি ভিন্ন অভিজ্ঞতা হবে।

ক্রিকবাজে ফাঁস হওয়া এক গ্রুপিংয়ে দেখা গেছে, মোট ২০টি দল পাঁচটি গ্রুপে ভাগ হবে। প্রত্যেক গ্রুপে থাকবে চারটি করে দল। লিগ পর্বের পর দুইটি দল যাবে সুপার এইটে। সুপার এইটে আবার দুই গ্রুপে ভাগ হবে চারটি করে দল।

এদিকে পাকিস্তান ও ভারতের ম্যাচ নিয়েও আগ্রহ বাড়ছে। দুদল একই গ্রুপে থাকবে। খেলা হবে ১৫ ফেব্রুয়ারি, কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে। পুরো সূচি প্রকাশ হবে ২৫ নভেম্বর।

শ্রীলঙ্কা কঠিন গ্রুপে পড়বে। তাদের সঙ্গে থাকবে অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও ওমান। আর আরেক গ্রুপে থাকবে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত এবং কানাডা।

আগেই জানা গেছে, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ চলবে ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ। ফাইনাল হতে পারে আহমেদাবাদ বা কলম্বোতে। পাকিস্তান ফাইনালে উঠলে স্থান বদলাতে পারে।

প্রতিযোগিতায় যে দলগুলো থাকবে, তার মধ্যে আছে ভারত ও শ্রীলঙ্কা (স্বাগতিক), ২০২৪ বিশ্বকাপের সুপার এইটের দলগুলো, আইসিসি র‍্যাঙ্কিং থেকে পাকিস্তান, নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ড। এছাড়া আঞ্চলিক বাছাই থেকে এসেছে কানাডা, নেদারল্যান্ডস, ইতালি, নামিবিয়া, জিম্বাবুয়ে, নেপাল, ওমান ও সংযুক্ত আরব আমিরাত।

বিভি/এআই

মন্তব্য করুন: