• NEWS PORTAL

  • রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো টাইগাররা

প্রকাশিত: ১৪:১৮, ২৩ নভেম্বর ২০২৫

আপডেট: ১৪:১৮, ২৩ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো টাইগাররা

আয়ারল্যান্ডকে ২১৭ রানের বিশাল ব্যবধানে হারিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ জিতেছে বাংলাদেশ ক্রিকেট দল। ঘরে মাঠে সফরকারীদের ২-০’তে হোয়াইটওয়াশ করলো স্বাগতিকরা। রবিবার (২৩ নভেম্বর) মিরপুরে দ্বিতীয় টেস্টের পঞ্চম দিন ভাল খেলেছে আয়ারল্যান্ড। শেষ দিনে কার্টিস ক্যাম্ফার ২৬৯ বল খেলে ৭১ রান সংগ্রহ করে এবং শেষ পর্যন্ত তাকে আউট করতে পারেনি বাংলাদেশের বোলাররা।

এদিন খেলা শুরু হলে লাঞ্চের আগেই দুই উইকেট হারিয়ে ৮ উইকেটে ২৬৩ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড। জয়ের জন্য তখনও দরকার ছিল ২৪৬ রান। দিনের শুরুতে ২১ রান করা ম্যাকব্রাইনে লেগ বিফোরের ফাঁদে ফেলে তাইজুল ইসলাম বনে যান টেস্ট ক্রিকেটে ২৫০ উইকেট শিকার করা প্রথম বাংলাদেশি বোলার। ম্যাকব্রাইনের বিদায়ে ১৮৯ রানে ৭ উইকেট হারিয়েছিল সফরকারীরা। জর্ডান নেইল ৩০ রান করেন ওয়ানডে মেজাজে। কিন্তু তাকে বোল্ড করে দলীয় ২৩৭ রানে থামিয়ে দেন মেহেদী হাসান মিরাজ। তখন পতন হয় ৮ উইকেটের।

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সর্বোচ্চ ৪টি করে উইকেট শিকার করেছেন তাইজুল ইসলাম ও হাসান মুরাদ। সমান একটি করে উইকেট মেহেদী হাসান মিরাজ ও খালেদ আহমেদের ঝুলিতে।

এর আগে, চতুর্থ দিন ৬ উইকেট হারিয়েও ম্যাচটাকে পঞ্চম দিনে টেনে নিতে সক্ষম হয় তারা। দ্বিতীয় ইনিংসে আয়ারল্যান্ড চতুর্থদিন শেষে রান তোলে ৬ উইকেটে ১৭৬ রান। জয়ের জন্য তখন তাদের প্রয়োজন ছিল ৩৩৩ রান। ৩৪ রানে কার্টিস ক্যাম্ফার ও ১১ রানে অপরাজিত ছিলেন অ্যান্ডি ম্যাকব্রাইন। ১ উইকেটে ১৫৬ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে বাংলাদেশ। উইকেটে ছিলেন সাদমান ইসলাম ও মুমিনুল হক। সাদমান ৭৮ রান করে আউট হয়ে গেলে মাঠে নামেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কিন্তু তিনি ৫ বল খেলে ১ রান করে আউট হয়ে গেলে মাঠে নামেন মুশফিকুর রহিম।

দলীয় ২৯৭ রানের মাথায় মুমিনুল হক আউট হয়ে যান। ১১৮ বলে ৮৭ রান করেন তিনি। এ সময় ৮১ বলে ৫৩ রান করে অপরাজিত ছিলেন মুশফিকুর রহিম। নিজের শততম টেস্ট ম্যাচকে রানে রানে ভরিয়ে দিলেন মুশফিক। মুমিনুল আউট হতেই ইনিংস ঘোষণা করে দেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশের লিড দাঁড়ায় ৫০৮ রান। জয়ের জন্য ৫০৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই পল স্টার্লিংয়ের উইকেট হারায় আয়ারল্যান্ড।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: